“দল করতে হলে সত্যি বলতে হবে, কর্মীদের ভালোবাসতে হবে, আর মমতা ব্যানার্জীই থাকবেন বাংলা মুখ্যমন্ত্রী”: তপন দাশগুপ্ত

নিজস্ব প্রতিনিধি, হুগলিঃ “দল করতে হলে সত্যি বলতে হবে, কর্মীদের ভালোবাসতে হবে। যাদের জন্য আপনি বিধায়ক হলেন, সভাপতি হলেন, সেই কর্মীদের ভুলে গেলে দলকেই ভুগতে হয়। ২০১১ সালে পরিবর্তন এসেছিল জননেত্রী মমতা ব্যানার্জীর লাগাতার আন্দোলন আর কর্মীদের জন্যই। সাধারণ মানুষ সবসময় ছিলেন আমাদের পাশে।“


 আজ শ্রীরামপুর আর এম এস গান্ধী ময়দানে স্বেচ্ছায় রক্তদান শিবির উপলক্ষে আয়োজিত এক সভায় এ কথা বলেন বিশিষ্ট তৃণমূল নেতা, বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী তপন দাশগুপ্ত। এদিন, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিন পালন উপলক্ষে উত্তরপাড়া বিধানসভার অন্তর্গত ভদ্রকালী শিবতলায় উত্তরপাড়া শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এছাড়া শ্রীরামপুর আর এম এস গান্ধী ময়দানে স্বেচ্ছায় রক্তদান শিবির, বস্ত্র প্রদান ও একটি জনসভা অনুষ্ঠিতহয়।


 দীর্ঘদিনের পোড়খাওয়া রাজনীতিবিদ তপনবাবু বলেন, “দলের মধ্যে এখনো যেটুকু দুর্বলতা আছে তা আমরা কাটিয়ে উঠছি। আরামবাগে আমাদের সংগঠনের কিছুটা ব্যর্থতা আছে, তাই আমরা ৪ টে আসন পাইনি। আমি যখন সভাপতি ছিলাম, হুগলি জেলার তিনটে পার্লামেন্ট আসন জিতেছিলাম। ১৬ টা বিধানসভা আসন এনেছিলাম। জেলা পরিষদের ৫০ টি আসনেই জিতেছিলাম। একটা পঞ্চায়েত সমিতি বিরোধীরা পায়নি।“ 


এদিন তিনি বলেন, “একটা মুখ্যমন্ত্রীর নাম করুন যিনি লক্ষীর ভান্ডার দিয়েছেন। কেন্দ্রিয় সরকার তো এই রাজ্যের প্রকল্পগুলি টুকলি করছে। কেন্দ্রিয় সরকার আমাদের ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না। যাতে গরীব মানুষেরা মমতা ব্যানার্জী সরকারের বিপক্ষে যায়, কিন্তু মমতা ব্যানার্জী বলেছেন দরকারে রাজ্য সরকার তাদের টাকা দেবে। আমাকে হারানোর জন্য আমার বিধানসভায় বিজেপির ১০ জন মুখ্যমন্ত্রী এসেছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, কিন্তু আমাকে হারাতে পারেনি।" 


এদিনের এই সভার গুলিতে উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত। এছাড়া ছিলেন জেলা পরিষদের সভাধিপতি মেহেবুব রহমান, ছাত্র সভাপতির স্যাম বুদ্ধ, শ্রীরামপুর পৌরসভার চেয়ারম্যান গিরিধারী সাউ, জেলা পরিষদের উপাধ্যক্ষ নিশেষ ঘোষ, উত্তরপাড়া পৌর পারিষদ সদস্য তাপস মুখার্জি, তৃণমূল কংগ্রেস নেতা অন্ময় চ্যাটার্জি সহ অন্যান্য নেতৃত্বগণ।



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad