Breaking News

6/trending/recent
সংবাদ ভয়েস ৯ বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও অনাবাসী বাঙ্গালীদের প্রিয় নিউজ পোর্টাল হোয়াটসঅ্যাপ +৯১-৮৯২৭০৪২৫৯৪ সম্পাদক : তারক ঘোষ

Hot Widget

Type Here to Get Search Results !

শীঘ্রই ত্রিপুরার রাজধানী শহর আগরতলায় এশিয়ার বৃহত্তম ফোয়ারাটি তৈরি

ভয়েস ৯, আগরতলাঃ আগরতলা স্মার্ট সিটি লিমিটেড (এএসসিএল) প্রকল্পের অংশ হিসাবে ত্রিপুরার রাজধানী আগরতলায় স্থাপিত হতে চলেছে এশিয়ার বৃহত্তম ফোয়ারা। এটির দৈর্ঘ্য ১২০ মিটার। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৩ সালের জানুয়ারী মাসেই বিশ্ববাসী দেখতে পাবেন এশিয়ার এই বৃহত্তম ফোয়ারাটি। 
আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের মিশন ডিরেক্টর এবং চিফ এগজিকিউটিভ অফিসার ডঃ যাদব এই প্রকল্পের অগ্রগতি সম্পর্কে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় জানান, "আমরা উজ্জ্বলা প্যালেসে আরও একটি প্রকল্প গ্রহণ করেছি। এর তহবিল অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এই প্রকল্পে, আমরা একটি ফোয়ারা স্থাপন করব যা এশিয়ার বৃহত্তম ফোয়ারা হবে। উচ্চতা হবে ১২০ মিটার এবং ২০২৩ সালের জানুয়ারির মধ্যে কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। “কেন্দ্রীয় সরকার ২৯৪ কোটি টাকার তহবিল দিয়েছে এবং রাজ্য সরকার ৭৮ কোটি টাকা ব্যয় করবে। 
আগরতলা স্মার্ট সিটি লিমিটেড প্রকল্পের জন্য মোট অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭২ কোটি টাকা এবং এর মধ্যে এখন পর্যন্ত ৩৪২ কোটি টাকার কাজ শেষ হয়েছে," বলেন এএসসিএল সিইও। সিইও আরও বলেন, "মোট ৬৭টি প্রকল্প তালিকাভুক্ত করা হয়েছে; এর মধ্যে ৪৯টির কাজ শেষ হয়েছে এবং ১৭টি এখনও আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের আওতায় চলছে।“

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad