মহারাষ্ট্রে দ্রুতগামী গাড়ির ধাক্কায় ৭ তীর্থযাত্রীর মৃত্যু


ভয়েস ৯, নিউজ ডেস্কঃ মহারাষ্ট্রে এক দ্রুতগামী গাড়ির ধাক্কায় ৭ তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এই তীর্থযাত্রীর দলটি তিন দিন আগে কোলাপুর থেকে ধর্মীয় পদযাত্রা শুরু করে এবং সাঙ্গোলায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে একটি দ্রুতগামী স্পোর্টস ইউটিলিটি ভেহিকল (এসইউভি) এর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পিছন থেকে তাদের ধাক্কা মারে। 
জানা গেছে, গতকাল সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট নাগাদ সাঙ্গোলা শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে। তখন ৩২ জন তীর্থযাত্রীর এই দলটি কোলাপুর জেলার জাথারওয়াড়ি থেকে মন্দির শহর পান্ধরপুরের মন্দিরের দিকে যাচ্ছিল। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে মৃতদের পরিবারকে অবিলম্বে ৫ লক্ষ টাকা করে সাহায্য করার কথা ঘোষণা করেছেন। 
আধিকারিকদের মতে, মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন এবং আহতদের যথাযথ চিকিৎসা দেওয়ার নির্দেশ দেন। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা দেখার জন্য বে তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad