ডালাস: এয়ারশো চলাকালীন মাঝ আকাশে ২ সামরিক বিমানের মুখোমুখি সংঘর্ষ, ৬ জনের মৃত্যুর আশঙ্কা

ভয়েস ৯, ইন্টারন্যাশানাল ডেস্কঃ টেক্সাসের ডালাসে একটি এয়ারশো চলাকালীন বি-১৭ এবং এবং পি-৬৩২  বোমারু বিমানের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে টেক্সাসের ডালাস এগ্‌জিকিউটিভ বিমানবন্দরে। গতকাল সেখানে একটি এয়ার শো-এর আয়োজন করা হয়েছিল।
 জানা গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বড় আকারের বোয়িং বি-১৭ বম্বার বিমানের সঙ্গে অপেক্ষাকৃত ছোট একটি বিমানের সংঘর্ষ হয়। ছোট বিমানটি ছিল বেল পি-৬৩ কিংকোবরা। স্মারক বিমান বাহিনীর মুখপাত্র লেয়া ব্লক এবিসি নিউজকে বলেন, তিনি বিশ্বাস করেন বি-১৭-তে পাঁচজন ক্রু সদস্য এবং পি-৬৩ বিমানে একজন ছিলেন। এই খবর ছড়িয়ে পড়ার পরপরই, ডালাসের মেয়র এরিক জনসন বলেন, এই মুহুর্তে অনেক বিষয় অজানা বা অনিশ্চিত রয়ে গেছ।
মাঝ আকাশে সংঘর্ষের বেশ কিছু ভিডিও টুইটারে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, দুটি বিমানই দ্রুত নেমে যাওয়ার আগে মাঝ আকাশে সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গে আগুন এবং কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা দেয়। 
মেয়র জনসন টুইট করে জানান,"আপনারা অনেকেই এখন দেখেছেন, আজ একটি এয়ারশোর সময় আমাদের শহরে একটি ভয়ানক ট্র্যাজেডি হয়েছে। এই সময়ে অনেক বিবরণ অজানা বা অনিশ্চিত রয়ে গেছে। ভিডিওগুলো হৃদয় বিদারক। দয়া করে, সেই আত্মাদের জন্য প্রার্থনা করুন যারা আজ আমাদের পরিবারকে আনন্দ দেওয়ার জন্য আকাশে উঠেছিলেন। 
 মার্কিন সরকারী তদন্তকারী সংস্থা জানিয়েছে যে তারা শনিবারের মাঝ-আকাশে সংঘর্ষের তদন্তের জন্য একটি গো-টিম চালু করছে। একটি টুইটে জানানো হয় - "এনটিএসবি টেক্সাসের ডালাসের কাছে একটি বোয়িং বি-১৭জি এবং বেল পি-৬৩এফ-এর মধ্যে সংঘর্ষের তদন্ত করার জন্য একটি গো-টিম চালু করছে। সদস্য মাইকেল গ্রাহাম ঘটনাস্থলে মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন। দলটি আগামীকাল আসবে বলে আশা করা হচ্ছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad