ওড়িশাঃ মালগাড়ি লাইনচ্যুত হয়ে ঢুকে পড়লো ওয়েটিং রুমে, মৃত ৩, আটক অনেকে


ভয়েস ৯, ওড়িশাঃ গতকাল রাতে জাজুর জেলার কোরেই রেলওয়ে স্টেশনে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। লাইনচ্যুত হওয়ার পরে ট্রেনটি স্টেশনে ধাক্কা মারে। জানা গেছে, ভদ্রক থেকে কটকের দিকে যাবার পথে এটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনার কারণ এখনও জানা না গেলেও, রেল আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। আশঙ্কা করা হচ্ছে যে আরও অনেক লোক ভাঙা ওয়াগন এবং ধ্বংসাবশেষের নীচে আটকা পড়ে থাকতে পারে। নিহত ও আহতদের পরিচয় এখনও জানা যায়নি। ইসিওআর দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করলেও হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। 
 দুর্ঘটনার ফলে,এই লাইনের কিছু ট্রেন বিলম্বে চলছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে পুলিশ, আরপিএফ ও দমকল কর্মীরা। আহতদের জাজপুর কমিউনিটি হেলথ সেন্টারে (সিএইচসি) ভর্তি করা হয়েছে। ইসিওআর জানিয়েছে, দুর্ঘটনার কারণে স্টেশন ভবনটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গেছে, দুর্ঘটনা ত্রাণ ট্রেন ও দুর্ঘটনা ত্রাণ মেডিকেল টিমকে অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছাতে বলা হয়েছে। জানা গেছে, যাত্রীরা প্ল্যাটফর্মে এবং ওয়েটিং রুমে ট্রেন ধরার জন্য অপেক্ষা করছিলেন। তারা কিছু বুঝে ওঠার আগেই হঠাৎই মালগাড়িটি ওয়েটিং রুমে ঢুকে পড়ে। 
তখন সকাল ৬টা ৪৪ মিনিট। ওয়েটিং রুমের মধ্যে ঢুকে পড়ার পর ফুটওভার ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে তিন-চারটি ওয়াগন থেমে যায়। উল্লেখ্য, কয়েকদিন আগে ওড়িশার ঝাড়সুগুদা জেলার ব্রজরাজনগর স্টেশনের কাছে লাজকুরায় একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়, যার ফলে কলকাতা-মুম্বাই রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়েছিল।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad