১৩ বছর পর অভিযুক্ত ধর্ষণকারী ফিরে এসেছিল, ভেবেছিল পুলিশ কেস বন্ধ করে দিয়েছে

নারায়ণ পট্টনায়ক, ভুবনেশ্বরঃ ধর্ষণে অভিযুক্ত সোয়াইন ওরফে বাজিয়া ফিরে এসছিল ১৩ বছর পর। ভেবেই নিয়েছিল, এত বছর যখন কেটে গেছে, পুলিশ নিশ্চয় ভুলে গেছে কেসের কথা, হয়তো বন্ধ করে দিয়েছে ফাইল। তাই একেবারে নিশ্চিত হয়েই পা রেখেছিল ভুবনেশ্বরের কাছে মঞ্চেশ্বরে। কিন্তু, পুলিশ যে এই দীর্ঘ ১৩ বছর তার কথা ভোলেনি, তা অচিরেই টের পেয়ে গেল সে। ওড়িশা পুলিশের হাতে গ্রেপ্তার হলো ১৩ বছর ধরে পালিয়ে বেড়ানো ধর্ষণ মামলার মূল অভিযুক্ত সোয়াইন। 
জানা গেছে, ২০০৯ সালে ভুবনেশ্বরের মঞ্চেশ্বর শিল্পাঞ্চলে এক বিবাহিতা মহিলার বাড়িতে ঢুকে পড়ে ব্রজ কিশোর সোয়াইন ওরফে বাজিয়া ও তাঁর দুই সঙ্গী। মহিলার স্বামী তখন বাইরে ছিলেন। ওই তিনজন বাড়িতে ঢুকে জোর করে ওই মহিলাকে একটি নির্জন স্থানে নিয়ে যায় এবং তাকে ধর্ষণ করে। এরপর রাজধানীর মহিলা থানায় তিনি একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ তার অভিযোগের ভিত্তিতে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে। বাজিয়াসহ বাকি দুইজন পালিয়ে যায়। 
এরপর সময় কেটে যায়। পুলিশ জানতে পারে, অপর এক অভিযুক্ত মারা গেছে। কিন্তু বাজিয়াকে কোথাও পাওয়া যায় না। সে যেন হাওয়ায় মিলিয়ে গেছে। তবে স্থানীয়রা প্রধান অভিযুক্তকে গ্রেপ্তারে দেরীর জন্য পুলিশকে দোষারোপ করে।
 অভিযোগ, একটি রাজনৈতিক দলের সদস্য ও স্থানীয় একটি ক্লাবের সভাপতি বাজিয়াকে বেশ কয়েকবার ওই এলাকায় দেখা গেলেও রাজনৈতিক নেতাদের সঙ্গে তার যোগাযোগ থাকায় তিনি পুলিশের হাত থেকে রক্ষা পান। জানা গেছে, এরপর পুলিশ নড়েচড়ে বসে। এত বছর ধরে অধরা থাকার পরে রাজ্যের রাজধানীতে ফিরে এসেছিল এই খবর পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad