Breaking News

6/trending/recent
সংবাদ ভয়েস ৯ বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও অনাবাসী বাঙ্গালীদের প্রিয় নিউজ পোর্টাল হোয়াটসঅ্যাপ +৯১-৮৯২৭০৪২৫৯৪ সম্পাদক : তারক ঘোষ

Hot Widget

Type Here to Get Search Results !

সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে মহাগুরুর গাড়ি দুর্ঘটনায়

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ গত কয়েকদিন ধরেই লাল মাটি ‘চষে’ ফেলছিলেন মহাগুরু। সামনেই পঞ্চায়েত নির্বাচনে বিজেপির মাটি শক্ত করার জন্য আজ গিয়েছিলেন আসানসোলে। এর আগে বাকুড়ায় তার নির্ধারিত কর্মসূচি শেষ করেন। কিন্তু বিষ্ণুপুর ছাড়ার পর আজ মহাগুরুর গাড়ি দুর্ঘটনায় পড়ে। তেমাথার মোড়ে তার গাড়ি আসামাত্র আচমকাই তার কনভয়ের সামনে চলে আসে একটি সাইকেল। সাইকেল আরোহীকে বাঁচাতে ব্রেক কষে কনভয়ের প্রথম গাড়িটি। এরপর মিঠুনের গাড়ি। সেটিও স্বভাবতইঃ ব্রেক কষে, কিন্তু নিয়ন্ত্রণ বজায় রাখতে না পেরে সেটি ধাক্কা মারে সামনের গাড়িটিকে। একইভাবে, মিঠুনের গাড়ির পিছনে থাকা নিরাপত্তারক্ষীদের গাড়িও ধাক্কা মারে মিঠুনের গাড়িতে। তবে, মহাগুরুর গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও, তার আঘাত লাগে নি। এ দিন আসানসোলে দলের বৈঠকে যোগ দিতে গিয়ে তৃণমূলের মতো শক্তিকে হারাতে বিরোধী দলগুলিকে এক জায়গায় আসার পক্ষে সওয়াল করেন মিঠুন৷ মহাগুরু অবশ্য বুঝিয়ে দিয়েছেন এটি নেহাতই তাঁর ব্যক্তিগত মত৷ জোট নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার দলই নেবে৷ যদিও মিঠুন যখন এ দিন আসানসোলে একথা বলছেন, তখন অবশ্য তাঁর পাশেই ছিলেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad