বেঙ্গালুরুতে নার্সিং কলেজে প্রশিক্ষণের নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, গ্রেপ্তার ইন্সটিটিউটের মালিক

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ বেঙ্গালুরুর কলেজে নার্সিং এর প্রশিক্ষণ দেওয়ানোর নামে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠলো মালদার একটি এডুকেশন সেন্টারের কর্তৃপক্ষের বিরুদ্ধে। 
অভিযোগ, মালদার ওই সেন্টার থেকে টাকার বিনিময়ে নার্সিং পড়ুয়াদের ভর্তি করে বেঙ্গালুরুতে পাঠাত ওই সেন্টারটি। প্রশিক্ষণের জন্য একটি পরীক্ষায় বসতে তাঁদের বেঙ্গালুরুতে পাঠানো হয়েছিল। কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারে যে কলেজে তাদের প্রশিক্ষণ নিতে পাঠানো হয়েছে, বাস্তবে তার কোন অস্তিত্বই নেই। এরপর ছাত্রীরা ফিরে এসে অভিভাবকদের নিয়ে মালদার অক্সফোর্ড ইন্সটিটিউট অফ কম্পিউটার এডুকেশন এন্ড টেকনোলজি সেন্টারের কর্ণধারের বিরুদ্ধে প্রতারণা ও লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ করেন।
 অভিযোগ পেয়ে চাঁচল থানার পুলিশ গ্রেপ্তার করে কর্ণধার কাঞ্চন গুপ্তাকে। জানা গেছে, দীর্ঘদিন ধরেই তিনি এই ব্যবসা চালাচ্ছিলেন। ছাত্রীরা তাদের অভিযোগে বলেছেন, ওই সেন্টারটি আসলে পড়ুয়া ও একাধিক নার্সিং প্রশিক্ষণ সেন্টারের মধ্যে ‘মিডল ম্যানের’ কাজ করে ।


 ছাত্রীদের অভিযোগে জানা গেছে, চলতি বর্ষে প্রায় ২২ জন ছাত্রীকে বেঙ্গালুরুতে নার্সিং প্রশিক্ষণের জন্য ভর্তি হন ওই এডুকেশন সেন্টারে। তাঁদের কারো কাছ থেকে ৬০ হাজার, আবার কারো কাছ থেকে ৭০ হাজার টাকা নেন কাঞ্চনবাবু। জানা গেছে, ওই এডুকেশন সেন্টারে তিন লক্ষ টাকা দিয়ে তিন বছরের জন্য নার্সিংয়ের কোর্স করানো হয়। সেই নিয়ম মেনেই ছাত্রছাত্রীরা ভর্তি হন। প্রথম কিস্তির টাকাও দিয়ে দেন অনেকে। জমা দেন তাদের যাবতীয় শিক্ষা-সংক্রান্ত শংসাপত্র। 
ছাত্র-ছাত্রীদের অভিযোগ, আমাদের বেঙ্গালুরুতে পরীক্ষা দিতে যাওয়ার কথা ছিল। গিয়ে জানতে পারি আমারা যে টাকা দিয়েছিলাম সেই টাকা কোথাও জমাই হয়নি। যে কলেজের কথা বলা হয়েছিল তার কোনও অস্তিত্বই নেই। ওই সংস্থার কর্ণধার কাঞ্চন গুপ্তার দাবি, “আমি কোনও প্রতারণা করিনি। আমি নিজেই প্রতারণার শিকার। ছাত্রদের রেজিস্ট্রেশন নম্বর নিয়ে প্রতারণা হয়েছে। আমি দেখছি কী করা যায়।”

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad