বিরসা মুন্ডার জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন, পালিত হবে ঝাড়খণ্ডের প্রতিষ্ঠা দিবস

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তী প্রতি বছর ১৫ নভেম্বর পালিত হয়। ২০০০ সালের এই দিনে ঝাড়খণ্ড রাজ্যও গঠিত হয়। ভগবান বিরসা মুন্ডা ১৮৭৫ সালের ১৫ নভেম্বর ঝাড়খণ্ডের খুন্তি জেলার উলিহাতু গ্রামে জন্মগ্রহণ করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ঝাড়খণ্ডের রাজ্যপাল হেমন্ত সোরেন এবং বেশ কয়েকজন মন্ত্রী এই অনুষ্ঠানে শ্রদ্ধা জানিয়েছেন। 
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে রাজধানীর মোরহাবাডি মাঠে ঝাড়খণ্ড রাজ্য প্রতিষ্ঠা দিবসের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি উপস্থিত না হলে রাজ্যপাল রমেশ বাইস এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংসদ শিবু সোরেন ও প্রদেশ কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত অবিনাশ পাণ্ডে। কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডাও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। রাজ্যের সব জেলায় মূল অনুষ্ঠানটি রাজ্যের সমস্ত জেলায় লাগানো এলইডি স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হবে। 
 অন্যদিকে, পালামু জেলা তফশিলি জাতি ও উপজাতি কর্মচারী সমিতির ব্যানারে ধরতি আবা ভগবান বিরসা মুন্ডার জন্মবার্ষিকী পালন করা হয়। বিরসার মূর্তিতে মাল্যদান করে স্লোগান দেন সঙ্ঘের কর্মীরা। এই অনুষ্ঠানে সচিব বিনয় মাঝি, কোষাধ্যক্ষ বিনয় কুমার, প্রাক্তন রাষ্ট্রপতি নন্দকুমার পাসোয়ান, অশোক পাসোয়ান, বিনোদ রাম, আয়ুষ কুমার রাম, শ্রাবণ রাম যোগেশ্বর রাম, মহেশ কুমার, প্রভু রাম, বিরজা রাম, নাগেশ রাম, বিনেশ্বর রাম এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad