ছাত্র-সংসদ নির্বাচন নিয়ে জট এখনো কাটেনি মেডিক্যাল কলেজে, অচলাবস্থা জারি

রজত রায়, কলকাতাঃ কলকাতা মেডিকেল কলেজের ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে মেডিকেল কলেজে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে, তার জট এখনো কাটেনি। কর্মচারী ফেডারেশনের তরফ থেকে বলা হয়েছে, ছাত্ররা গেট না খুললে, তারা ভেঙ্গে ভিতরে প্রবেশ করবেন।  তবে, এই মুহুর্তে আলোচনায় বসেছে সংগঠন ও ইউনিয়ন। জানা গেছে, ওইদিন ভোটের ব্যাপারে একটুও মত বদলাতে রাজী নন ছাত্র-সংগঠন। ভিতরে আটক হয়ে রয়েছেন মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ। তার ঘরের সামনে চলছে বিক্ষোভ কর্মসূচি।অন্যদিকে রোগীদের ক্ষোভও বেড়ে চলেছে। 
জানা গেছে, সোমবার সারা রাতের পর আজ সকালেও অব্যাহত রয়েছে ঘেরাও। ফলে, সামগ্রিকভাবে ব্যহত হচ্ছে হাসপাতালের পরিষেবা। বিক্ষোভকারী ছাত্রদের দাবি, ২২ ডিসেম্বর কলকাতা মেডিকেল কলেজের ছাত্র সংসদের নির্বাচন হওয়ার কথাব ছিল। কিন্তু হঠাৎ তারা জানতে পারেন কর্তৃপক্ষ ২২ ডিসেম্বর ছাত্র ইউনিয়ন নির্বাচন স্থগিত রেখেছে, এমনকি এই স্থগিতের নির্ভরযোগ্য কোনও উত্তর দেওয়া হয়নি। তাই ওই দিনেই ছাত্র ইউনিয়ন নির্বাচনের দাবি জানিয়ে তারা সোমবার বিকেল থেকে অধ্যক্ষের ঘরের সামনে অবস্থানে বসেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad