মার্কিন যুক্তরাষ্ট্র: অ্যারিজোনায় জমে যাওয়া হ্রদে পড়ে তিন ভারতীয় আমেরিকানের মৃত্যু

ভয়েস ৯, ইন্টারন্যাশানাল ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যের জমে যাওয়া হ্রদে হাঁটার সময় বরফের মধ্যে পড়ে গিয়ে এক মহিলাসহ তিন ভারতীয় নাগরিক জলে ডুবে মারা গেছেন। গত ২৬ ডিসেম্বর বিকেল ৩টা ৩৫ মিনিটে অ্যারিজোনার কোকোনিনো কাউন্টির উডস ক্যানিয়ন লেকে এ ঘটনা ঘটে। 
গতকাল কোকনিনো কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, "নিখোঁজদের খুঁজে বের করা হয়েছে এবং তাদের নাম নারায়ণা মুদ্দানা (৪৯) এবং গোকুল মেডিসেটি (৪৭)। নিহত মহিলার নাম হরিতা মুদ্দানা (বয়স অজানা)। নিহত তিনজনই অ্যারিজোনার চ্যান্ডলারে বসবাস করতেন এবং তারা মূলত ভারতের বাসিন্দা।" আধিকারিকরা জানান, তারা খুব শীঘ্রই হরিতাকে জল থেকে টেনে তুলতে সক্ষম হন এবং জীবন রক্ষাকারী ব্যবস্থা গ্রহণ করেন কিন্তু ব্যর্থ হন এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। ক্রুরা তখন নারায়ণ এবং মেডিসেত্তির সন্ধান শুরু করে। ওরাও হ্রদে পড়ে গিয়েছিল। মঙ্গলবার দুপুরে ওই দু'জনকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে শেরিফের দপ্তর থেকে জানানো হয়েছে। 
তিনটি দেহই উদ্ধার করা হয়েছে। সিসিএসও-র কর্মকর্তারা এক বিবৃতিতে বলেন, "ওই এলাকার একটি সাবস্টেশনে অবস্থানরত ডেপুটিদেরকে হ্রদে ডাকা হয়। তখন দু জন পুরুষ ও একজন মহিলা জমা হ্রদের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন এবং বরফের মধ্য দিয়ে পড়ে যান।"

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad