পূর্ণ শক্তি নিয়ে ঢাকায় পৌঁছেছে ভারত ক্রিকেট দল

বিশ্বজিৎ মন্ডল, ঢাকা: তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে ঢাকায় পৌঁছেছে ভারতীয় ক্রিকেট দল। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় রোহিত শর্মার নেতৃত্বে পূর্ণশক্তির দল নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে টিম ইন্ডিয়া। 
সূচি অনুযায়ী রবিবার (৪ ডিসেম্বর) বেলা ১২টায় মিরপুরে গড়াবে প্রথম ওয়ানডে, দ্বিতীয় ওয়ানডের ভেন্যুও মিরপুরে। রোহিত-কোহলিদের বিপক্ষে সাত তারিখ টাইগাররা খেলবে দ্বিতীয় ওয়ানডে। শেষ ওয়ানডে ও প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে বন্দর নগরী চট্টগ্রামে। 
আর সিরিজের শেষ টেস্টটি খেলতে ঢাকায় ফিরবে দুই দল। চলতি মাসের ২২ তারিখে মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট। বাংলাদেশের বিপক্ষে ভারতের ওয়ানডে স্কোয়াডঃ রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, ঈষান কিষাণ, রজত পাতিদার, রাহুল ত্রিপাঠি, রবীন্দ্র জাদেজা (ফিটনেস সাপেক্ষে), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, যশ দয়াল ও দীপক চাহার।

  ভারতের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডঃ তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাশ, নাজমুল শান্ত, এনামুল বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, ইয়াসির রাব্বি, নুরুল হাসান সোহান, মেহেদী মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজর রহমান, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী।  
বাংলাদেশের বিপক্ষে ভারতের টেস্ট স্কোয়াডঃ রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), শুবমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্ত, কেএস ভরত (উইকেটকিপার),রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও উমেশ যাদব।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad