Breaking News

6/trending/recent
সংবাদ ভয়েস ৯ বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও অনাবাসী বাঙ্গালীদের প্রিয় নিউজ পোর্টাল হোয়াটসঅ্যাপ +৯১-৮৯২৭০৪২৫৯৪ সম্পাদক : তারক ঘোষ

Hot Widget

Type Here to Get Search Results !

খুলনায় দুই জাহাজের চাপে লস্করের মৃত্যু

বিশ্বজিৎ মন্ডল, ঢাকা: খুলনায় জাহাজের চাপ খেয়ে মোঃ জাহাঙ্গীর হোসেন নামে এক লস্করের মৃত্যু হয়েছে। মৃত জাহাঙ্গীর হোসেন বরিশালের পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার কাঁকড়া বুনিয়া গ্রামের জনৈক মোঃ কাছেম মেলকারের ছেলে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) লবণচরা থানাধীন রূপসা ব্রীজের উত্তর পাশে একটি জাহাজ থেকে অপর একটি জাহাজে যাওয়া সময় দুর্ঘটনায় তার মৃত্যু হয়। 
হাসপতাল সূত্রে জানা গেছে, দুপুর পৌনে ১১ টার দিকে মোঃ জাহাঙ্গীর হোসেন এম, বি, ভাই ভাই নৌ পরিবহন জাহাজ থেকে লাফিয়ে অপর জাহাজে যাওয়ার চেষ্টা করেন। এ সময়ে তিনি পা পিছলে জাহাজের সাথে অঘাত পেয়ে মাথায় ও বুকে গুরুতর আহত হন। জাহাজে থাকা অন্যান্য সহযোগীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
জাহাঙ্গীরের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এ ব্যাপারে জানতে লবণচরা থানার অফিসার ইনচার্জ এনামুল হকের সাথে যোগাযোগ করলে তিনি এ প্রতিবেদককে জানান,এমন খবর তার জানা নেই। পরবর্তীতে রূপসা নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনিও একই উত্তর দেন।

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad