পাকিস্তানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১৪, আহত ১৩

ভয়েস ৯, ইন্টারন্যাশানাল ডেস্কঃ পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি বাজারে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কমপক্ষে ১৪ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন বলে আজ স্থানীয় এক আধিকারিক জানিয়েছেন। 
লাসবেলার ডেপুটি কমিশনার মুরাদ খান কাসি সাংবাদিকদের বলেন, গ্যাস রিফিলিং প্রক্রিয়া চলাকালীন একটি দোকানে এ ঘটনা ঘটে, যার ফলে লাসবেলার বেলা এলাকার পার্শ্ববর্তী দোকানগুলোতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে। ওই আধিকারিক জানান, ২৫ জন আগুনে পুড়েধ আহত হয়েছেন। তাদের করাচির সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়েছ। আহতদের মধ্যে ১৪ জন রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 
ওই আধিকারিকের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে কারণ আহতদের অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের ফলে দোকানে সঞ্চিত অন্যান্য সিলিন্ডারগুলতেও আগুন লেগে যায় ও একের পর এক বিষ্ফোরণ ঘটে। এর ফলে, পার্শ্ববর্তী চারটি দোকান এবং কাছাকাছি পার্ক করা প্রায় ১২ টি গাড়ি ধ্বংস হয়ে যায়।


নিহতরা হলেন- মোহাম্মদ কাসেম, গোলাম রসুল, বরকত আমিন, হিদায়াতুল্লাহ, মনজুর, মুহাম্মদ ইউসুফ, ইকবাল, জহুর আহমেদ, উমর, দাস, মুকেশ কুমার, আব্দুল রাজ্জাক প্রমুখ। 
করাচির মেডিকেল সুপারিন্টেন্ডেন্ট ডাঃ রুথ ফাউ সিভিল হসপিটাল ডাঃ রুবিনা বশির জানিয়েছেন, আহত ২৫ জনকে বার্ন সেন্টার অফ সিভিল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। তবে তাদের মধ্যে ১৪ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনার দায়-দায়িত্ব নির্ধারণের জন্য পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে। 
অন্যদিকে, গতকাল বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলায় দুটি বিস্ফোরণে তিন শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন। দুটি বোমাই উমর ফারুক চকে বিষ্ফোরিতহয়, যার ফলে আরও তিনজনসহ ১৩ জন আহত হয়। এর মধ্যে একটি বিস্ফোরক ওই এলাকার একটি মোটরসাইকেলের সঙ্গে লাগানো ছিল।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad