Breaking News

6/trending/recent
সংবাদ ভয়েস ৯ বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও অনাবাসী বাঙ্গালীদের প্রিয় নিউজ পোর্টাল হোয়াটসঅ্যাপ +৯১-৮৯২৭০৪২৫৯৪ সম্পাদক : তারক ঘোষ

Hot Widget

Type Here to Get Search Results !

উত্তর সিকিমে বাস খাদে পড়ে ১৬ সেনা জওয়ানের মৃত্যু

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ আজ ভারত-চীন সীমান্তের কাছে উত্তর সিকিমের একটি প্রত্যন্ত স্থানে তাদের গাড়ি রাস্তা থেকে পিছলে গিয়ে খাদে পড়ে গেলে ১৬ জন সেনা জওয়ান নিহত এবং আরও চারজন আহত হন। সকাল ৮টার দিকে লাচেন থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে জেমা ৩-এ দুর্ঘটনাটি ঘটে, যা রাজ্যের রাজধানী গ্যাংটক থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত। 
পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, আহতদের এয়ারলিফ্ট করে উত্তরবঙ্গের একটি সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চুংথাং সাব-ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) অরুণ থাটাল জানিয়েছেন, সেনাবাহিনীর গাড়িটি ২০ জন আরোহী নিয়ে সীমান্ত চৌকির দিকে যাচ্ছিল। জেমা ৩ এলাকায় একটি বক্রাকার রাস্তা দিয়ে যাবার সময় গাড়িটি রাস্তা থেকে পিছলে পড়ে বলে মনে হচ্ছে ।
দুর্ঘটনাস্থল থেকে ১৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত চার সেনা সদস্যের অবস্থা এখনও জানা যায়নি বলে জানিয়েছেন লাচেন থেকে পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত থাটাল। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য গ্যাংটকের সরকারি এসটিএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং পরে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। 
নিহতদের রেজিমেন্ট এখনও নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তিনি। পুলিশ জানিয়েছে, সেনাবাহিনীর গাড়িটি তার গন্তব্যের দিকে যাওয়ার সময় পথে সেনা সদস্যদের তুলে নিয়ে যাচ্ছিল। তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করা হয় এবং আহত চার সেনাকে সরিয়ে নেয়া হয়। দুর্ভাগ্যবশত, ৩ জন জুনিয়র কমিশন্ড অফিসার এবং আরও ১৩ জন সৈন্য দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মারা যান।
সেনা জওয়ানদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি তার টুইটে বলেছেন, "তাদের সেবা ও প্রতিশ্রুতির জন্য জাতি গভীরভাবে কৃতজ্ঞ। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।"

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad