Breaking News

6/trending/recent
সংবাদ ভয়েস ৯ বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও অনাবাসী বাঙ্গালীদের প্রিয় নিউজ পোর্টাল হোয়াটসঅ্যাপ +৯১-৮৯২৭০৪২৫৯৪ সম্পাদক : তারক ঘোষ

Hot Widget

Type Here to Get Search Results !

বাংলাদেশঃ বাবা হারালেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী

বিশ্বজিৎ মন্ডল,ভয়েস ৯,ঢাকাঃ জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক রাধা গোবিন্দ চৌধুরী মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে তাঁর মৃত্যু হয়েছে বলে জানান চঞ্চল চৌধুরী। দুই সপ্তাহ ধরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা চলছিল তাঁর। এর মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হলে অবস্থার অবনতি ঘটলে তাঁকে আর ফেরানো যায়নি। ছেলে চঞ্চল চৌধুরীকে নিয়ে পত্রিকায় প্রকাশিত বিভিন্ন খবর ঘরের দেয়ালে লাগিয়ে রাখতেন রাধা গোবিন্দ চৌধুরীছেলে চঞ্চল চৌধুরীকে নিয়ে পত্রিকায় প্রকাশিত বিভিন্ন খবর ঘরের দেয়ালে লাগিয়ে রাখতেন রাধা গোবিন্দ চৌধুরী। বুধবার পাবনার সুজানগর উপজেলার কামারহাটে রাধা গোবিন্দ চৌধুরীর শেষকৃত্য হবে। রাধাগোবিন্দ চৌধুরী, এলাকায় তিনি দুলাল মাস্টার বলে পরিচিত। বার্ধক্যের কারণে চঞ্চল চৌধুরীর বাবা বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন।

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad