সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জরুরী পরিষেবাগুলিতে। ঘটনাস্থলে ছুটে তারা, কিন্তু সোফিয়াকে বাঁচানো যায়নি। এরপর এই অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু হয়।
জানা গেছে, পুলিশ খতিয়ে দেখছে মেয়েটি উৎপীড়নের শিকার হয়েছিল কি না। একইসঙ্গে, সে যে সামাজিক নেটওয়ার্কগুলি ব্যবহার করেছিল এবং বন্ধুদের সঙ্গে চ্যাটগুলিও বিশ্লেষণ করবে বলে জানা গেছে।
WhatsApp ট্র্যাজেডিঃ মজা করে বন্ধুরা তাকে গ্রুপ থেকে বাদ দেওয়ায় ১৩ বছরের মেয়ের আত্মহত্যা
9:59:00 AM
0
ভয়েস ৯, ইন্টারন্যাশানাল ডেস্কঃ স্কুলের সহপাঠীদের হোয়াটসঅ্যাপে গ্রুপ চ্যাট থেকে সরিয়ে দেওয়ার ‘অপমানে’ আত্মহত্যা করেছে ১৩ বছরের এক কিশোরী। ইতালির মনোপলি শহরে সোফিয়া স্পোর্টেলি, নামে এক কিশোরী বাথরুমে ঢুকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তখন তার বাবা-মা বাড়িতে ছিলেন না।
পরে বাড়ি ফিরে তার মা বাথরুমে ঢুকেদেখতে পান সোফিয়াকে, হাতে তার মোবাইল ফোনটি আঁকড়ে ধরে আছে।
Tags