আজ বীর সন্ন্যাসীর জন্মদিন, শুরু জাতীয় যুব সপ্তাহের

ভয়েস ৯, কলকাতা ব্যুরোঃ তিনি ছিলেন তারুণ্যের প্রতীক, তিনি ছিলেন ধর্মীয় নবজাগরণের এক অগ্রদূত, তিনি ছিলেন এক নতুন মহাভারতের এক কারিগর। তিনি ছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের এক সুযোগ্য শিষ্য। তিনি স্বামী বিবেকানন্দ। বিগত ১৯৮৫ সাল থেকে প্রতি বছর ভারত সরকার স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী ১২ ই জানুয়ারীকে জাতীয় যুব দিবস হিসাবে পালন করে এবং সেই দিন থেকে শুরু হওয়া সপ্তাহটি জাতীয় যুব সপ্তাহ হিসাবে পালন করে। 
আসলে স্বামী বিবেকানন্দ যে ভাবধারায় বিশ্বাসী ছিলেন, বর্তমান সমাজের তার প্রয়োজন আজ সবচেয়ে বেশি। জাতপাথীন যে মুক্ত সমাজের স্বপ্ন তিনি দেখতেন, তার সেই স্বপ্ন আজও অধরাই রয়েছে। তিনি ছিলেন ভারতের অন্যতম সেরা নেতা। অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক ও আধ্যাত্মিক নেতা স্বামী বিবেকানন্দ তারুণ্যের শক্তিতে বিশ্বাসী ছিলেন।
আজ তার শুভ জন্মদিন উপলক্ষে দেশের ও এই রাজ্যের বিভিন্ন স্থানে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বেলুর মঠে চলছে বিশেষ পুজো-অনুষ্ঠান। কলকাতার সিমলায় তার নিজের বাড়িতে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠান। এ ছাড়া বিশ্বের নানা দেশে রামকৃষ্ণ মিশন ও ব্যক্তিগত উদ্যোগে পালন করা হচ্ছে এই মহামণীষীর শুভ আগমন। 
এদিন থেকেই কলকাতায় শুরু হচ্ছে বিশেষ গঙ্গা-আরতি। বাংলাদেশের নানা স্থানে পালিত হচ্ছে স্বামীজীর জন্মদিন। রামকৃষ্ণ মিশনের উদ্যোগে হচ্ছে বিশেষ অনুষ্ঠান। সংবাদ ভয়েস ৯ এই মাহামানবকে জানায় তাদের আন্তরিক শ্রদ্ধা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad