এপ্রিল পর্যন্ত রাজ্যে মিড-ডে মিলের পাতে মেনু বদল, চিকেন, ফল, ডাল-ভাত, তরকারি তো থাকছেই

শম্পা দত্ত, কলকাতাঃ নতুন বছরে রাজ্যের সমস্ত স্কুলের মিড-ডে মিলে মেনু বদল করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। চেনা ডাল-ভাত-ডিম-তরকারীর সঙ্গে নতুন পদ হিসাবে যুক্ত হল চিকেন, মরশুমী ফল। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মোট ৪ মাস— মিড–ডে মিলে মিলবে চিকেন, তবে সপ্তাহে তিনদিন। দেওয়া হবে ডিম এবং মরসুমি ফল। রাজ্যের সরকারি স্কুলগুলিতে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রায় ১ কোটি পড়ুয়াকে এই মিড–ডে মিল দেওয়া হয়। 
যদিও এর জন্য ব্যয় বাড়বে কয়েকশো কোটি টাকা। সরকার এর মধ্যেই মুরগীর মাংস ও ফলের জন্য ৩৭২ কোটি টাকা বরাদ্দ করেছে।
তবে, রাজ্য সরকারের এই মেনু বদল এপ্রিল মাস পর্যন্ত। স্বভাবতই, বিরোধীরা প্রশ্ন তুলেছেন, তাহলে কি পঞ্চায়েত ভোটের দিকে তাকিয়েই মুক্তহস্ত হল সরকার? ছাত্র-ছাত্রীদের স্বার্থে নয়? ইতিমধ্যেই, মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ ওঠায় বিষয়টি খতিয়ে দেখতে কেন্দ্রীয় মনিটারিং দল গঠনের সিদ্ধান্ত নেয় রাজ্যের শিক্ষামন্ত্রক। কেন্দ্রের তরফেও অসন্তোষ প্রকাশ করা হয়েছে। তাই কি এই সিদ্ধান্ত, না কি সমস্ত বিষয়টাই ভোটের মুখ? প্রশ্ন বিরোধীদের। জানা গেছে, চলতি মাস থেকেই এই মেনু বদল শুরু হচ্ছে আর এব্যাপারে সরকারী সিদ্ধান্তের কথা রাজ্যের সব জেলাশাসককে জানিয়ে দেওয়া

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad