Hot Widget

Type Here to Get Search Results !

Advt 720

এবার কলকাতা থেকে গঙ্গাসাগর মাথাপিছু মাত্র ১০০ টাকায়

Top Post Ad

রজত রায়ঃ নানা জনমুখী পরিকল্পনা ও তার বাস্তবায়নের পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নতুন ঘোষণা মাত্র ১০০ টাকাতেই যাওয়া যাবে গঙ্গাসগরে। আর ফিরতেও সম পরিমান টাকা। ফলে, বিরাট সুবিধা হল তীর্থযাত্রীদের। 
শুধু তাই নয়, তীর্থযাত্রীদের যাতে বারবার টিকিটের জন্য বাস বা ভেসেলের জন্য লাইনে দাড়াতে হবে না। রাজ্য পরিবহন দপ্তর থেকে কাটা একটি টিকিটেই পয়সা ও পরিশ্রম দুই এর লাঘব হবে বলে জানা গেছে। এমনকি, ফেরির জন্যও আলাদা টিকিট কাটার প্রয়োজন হবে না।
একবার টিকিট কাটলেই হাওড়া এবং বাবুঘাট থেকে পৌঁছে যাওয়া যাবে সাগরদ্বীপে কপিলমুনির আশ্রম প্রাঙ্গণে। বাবুঘাট থেকে বাসে সড়ক পথে নামখানা কিংবা কাকদ্বীপের হারউড পয়েন্ট পর্যন্ত যেতে হয় পুণ্যাের্থীদের। এ
র জন্য লাগে মাথাপিছু ৬০ আবার নামখানা বা কাকদ্বীপের হারউড পয়েন্ট থেকে লট নং ৮ বা কচুবেড়িয়া পর্যন্ত ফেরিতে যাতায়াতের জন্য নেওয়া হচ্ছে মাথাপিছু ৪০ টাকা করে। দুটো মিলিয়ে ১০০ টাকার এক টিকিটেই যাওয়া যাবে কলকাতা থেকে গঙ্গাসাগর।

Below Post Ad

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Hollywood Movies