উত্তরপ্রদেশের বারাবাঁকিতে সিরিয়াল কিলার, টার্গেট বয়স্ক মহিলারা, ৩ জন নিহত

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ আবার সিরিয়াল কিলারের আতঙ্ক। এবার উত্তরপ্রদেশে। জানা গেছে, এই সিরিয়াল কিলারের টার্গেট বয়স্ক মহিলা। পুলিশ জানিয়েছে, উত্তর প্রদেশের বারাবাঁকির এক সিরিয়াল কিলার মাত্র কয়েক দিনের ব্যবধানে তিন মহিলাকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
 বারাবাঁকি পুলিশের ছয়টি দল ওই পলাতক হত্যাকারীর সন্ধানে রয়েছে। পুলিশ সন্দেহভাজনের একটি ছবিও প্রকাশ করেছে এবং তার সম্পর্কে কোনও তথ্য জানা থাকলে, তা পুলিশকে জানানোর জন্য জনগণকে অনুরোধ করেছে। পুলিশ জানিয়েছে, হত্যাকারী বয়স্ক মহিলাদের উপর হামলা চালায় এবং ইতিমধ্যেই ওই কিলার তিনজনকে হত্যা করেছে। ৬ ডিসেম্বর প্রথম দেহটি পাওয়া যায় অযোধ্যার খুশেতি গ্রামে। এর ঠিক কয়েক দিন পর, ১৭ ডিসেম্বর, বারাবাঁকিতে দ্বিতীয় দেহটি পাওয়া যায়।
গত ২৯ ডিসেম্বর থাথারহা গ্রামের এক মহিলা বাড়ির বাইরে শৌচকর্ম করতে গিয়ে নিখোঁজ হয়ে যান। পরের দিন উল্লঙ্গ অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়। জানা গেছে,মৃত মহিলাদের প্রত্যেকেরই বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে ছিল। তাদের সবাইকে একই ভাবে হত্যা করা হয়েছে। রাম সানেহি ঘাট থানার আওতাধীন এলাকায় তিনটি মৃতদেহ উদ্ধারের পর, বারাবাঁকির পুলিশ সুপার দীনেশ সিং ইন্সপেক্টর বিনোদ বাবু মিশ্রকে এই মামলার তদন্ত ভার নেন। 
পুলিশ সোশ্যাল মিডিয়ায় হত্যাকারীর ছবি প্রকাশ করেছে এবং লোকজনকে আবেদন করেছে যে তারা যদি তাকে দেখতে পায় তবে নিকটস্থ থানায় জানাতে। বারাবাঁকি পুলিশের ছয়টি দল বর্তমানে হত্যাকারীর সন্ধানে কাজ করছে, তবে এখন পর্যন্ত হত্যাকারর কোন সন্ধান পাওয়া যায় নি।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad