লন্ডনের হিথরো বিমানবন্দরে একটি প্যাকেজে ইউরেনিয়াম উদ্ধার

ভয়েস ৯, ইন্টারন্যাশানাল ডেস্কঃ লন্ডনের হিথরো বিমানবন্দরের একটি প্যাকেজে তেজস্ক্রিয় উপাদান ইউরেনিয়াম পোয়া গেছে। স্বভাবতইঃ এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। তবে, সকলকে আশ্বস্ত করা হয়েছে, উদ্ধার করা ইউরেনিয়ামের পরিমান অল্প। "অত্যন্ত ছোট" পরিমাণ সনাক্ত করা হয়েছে। 
লন্ডনের মেট্রোপলিটন পুলিশ আজ জানিয়েছে, গত ২৯ ডিসেম্বর ইউরেনিউয়াম আবিষ্কৃত হওয়ার পর যুক্তরাজ্যের সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকরা কাউন্টার-টেরোরিজম কমান্ডের সঙ্গে যোগাযোগ করেন।ইউরেনিয়ামের চিহ্ন সম্বলিত প্যাকেজটি পাকিস্তান থেকে উপসাগরীয় রাজ্য ওমানের মধ্য দিয়ে পাঠানো হয়েছিল এবং যুক্তরাজ্যে ইরানি নাগরিকের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল। সিনিয়র কাউন্টার-টেরোরিজম অফিসার এলাকাবাসী এবং টুরিস্টদের আশ্বস্ত করেছেন যে এটি কোনও বিপদের কারণ হবে না। 
পার্সেলটি যুক্তরাজ্যে বসবাসকারী নামবিহীন ইরানি নাগরিকদের উদ্দেশ্যে করা হয়েছিল এবং পাকিস্তান থেকে ওমান হয়ে এসেছিল। সন্ত্রাসবিরোধী কমান্ডার রিচার্ড স্মিথ বলেন, যে পরিমাণ ইউরেনিয়াম পাওয়া গেছে তা 'খুবই কম' এবং বিশেষজ্ঞরা বলছেন, এটি ব্রিটেনের ব্যস্ততম বিমানবন্দরের জনসাধারণের জন্য কোনো বিপদ নয়।
প্রতীকি চিত্র

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad