ভয়েস ৯, নিউজ ডেস্কঃ আজ ভোরে মধ্যপ্রদেশের রেওয়াতে একটি মন্দির উপরের একটি ট্রেনিং বিমান ভেঙ্গে পড়ে। রেওয়ার এসপি নবনীত ভাসিন জানিয়েছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ায় এক পাইলট মারা যান এবং আরেকজন আহত হন। আজ ভোরে দুর্ঘটনাটি ঘটে এবং ফ্লাইটটি একটি প্রশিক্ষণ ফ্লাইট ছিল। একটি বেসরকারী সংস্থার বিমানটি চোরহাটা এয়ারস্ট্রিপ থেকে ট্টেক অফ করে। কিছুক্ষণ আকাশে থাকার পর এটি রেওয়া জেলার ডুমরি গ্রামে একটি মন্দিরের গম্বুজের সঙ্গে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়। জানা গেছে, আরেক আহত পাইলটের সঞ্জয় গান্ধী মেডিকেল কলেজে চিকিৎসা চলছে।
দুর্ঘটনার খব যায় পুলিশে। এরপর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ কর্মীদের একটি দল। প্রাথমিকভাবে, খারাপ আবহাওয়া এবং প্রবল কুয়াশাকে দুর্ঘটনার কারণ হিসাবে দায়ী করা হচ্ছে। আরও তথ্যের অপেক্ষা করা হচ্ছে।
চোরহাট্টা পুলিশ স্টেশনের ইন-চার্জ জে পি প্যাটেল জানিয়েছেন, প্রশিক্ষণের সময় একটি গাছে ও একটি মন্দির গম্বুজকে ধাক্কা মেরে চোরহাট্টা এয়ারস্ট্রিপ থেকে তিন কিলোমিটার দূরে বিমানটি বিধ্বস্ত হয়। ক্যাপ্টেন বিশাল যাদব (৩০) দুর্ঘটনায় নিহত হয়েছেন এবং প্রশিক্ষণার্থী পাইলট অংশুল যাদব আহত হয়েছেন এবং সঞ্জয় গান্ধী মেডিকেল কলেজে তার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন রেওয়ার পুলিশ সুপার নবনীত ভাসিন।