পুলিশ আধিকারিকরা জানান,
মাইকেল হাইট নামে ওই ব্যক্তি তার পরিবারের অন্য সাত সদস্যকে হত্যা করে এবং তারপরে ইনোক সিটিতে নিজের বাড়িতেই আত্মহত্যা করেছে। জানা গেছে,
৪২ বছর বয়সী মাইকেল পেশায় ইন্স্যুরেন্স সেলসম্যান ছিলেন। তিনি আত্মহত্যা করার আগে তার স্ত্রী ৪০ বছর বয়সী তৌশা, তার ৭৮ বছর বয়সী শাশুড়ি গেইল আর্ল এবং তার পাঁচ সন্তানকে লক্ষ্য করে গুলি ছোড়েন। ওই পাঁচ শিশুর মধ্যে ১৭, ১২ ও ৭ বছর বয়সী তিন মেয়ে এবং ৭ ও ৪ বছর বয়সী দুই ছেলে রয়েছে।
পুলিশ আটটি মৃতদেহ উদ্ধার করেছে।
আধিকারিকদের মতে, মাইকেলের স্ত্রী তৌশার দেখা করার কথা ছিল পুলিশ অফিসারদের সঙ্গে। কিন্তু, তিনি না আসায় ওই অফাররা তার বাড়িতে গিয়ে মৃতদেহগুলি দেখতে পান। এক প্রেস ব্রিফিংয়ে ইনোচ সিটির মেয়র জিওফ্রে চেসনুত বলেন, গত ২১ ডিসেম্বর মাইকেল হাইটের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেন তৌশা হাইট। তৌশা হাইটের মা গেইল আর্ল, এই বিবাহ-বিচ্ছেদের ব্যাপারে মেয়ের পাশেই ছিলেন। তাকেও গুলি করে হত্যা করে মাইকেল। জিওফ্রে চেসনাট বলেন, হাইটরা তার বাসভবনের পাশেই থাকতেন।
নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, এক প্রেস ব্রিফিংয়ে হনোচ সিটির পুলিশ প্রধান জ্যাকসন আমেস বলেন, কয়েক বছর আগে পুলিশ ওই পরিবারের সঙ্গে কিছু তদন্তে জড়িত ছিল। আমেস তদন্ত সম্পর্কে আরও বিশদ প্রকাশ করেননি যা পরিবারের জড়িত ছিল।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে হোয়াইট হাউসের এক বিবৃতিতে ঘোষণা করেছেন যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন এই পাঁচ শিশু এবং একাধিক প্রাপ্তবয়স্কের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করছেন।
প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি ইনোক সিটি, ইউটাহ সম্প্রদায়ের সঙ্গে তাদের শোক ভাগ করে নেন। হোয়াইট হাউস এই বিবৃতিতে জানিয়েছে, "অনেক আমেরিকান প্রিয়জনকে হারিয়েছে। বন্দুক সহিংসতার কারণে তাদের জীবন চিরতরে পরিবর্তিত হয়েছে। বন্দুক সহিংসতা আমেরিকাতে শিশুদের মৃত্যুর প্রধান কারণ হিসাবে রয়ে গেছে।
স্যান্ডি হুক ট্র্যাজেডির ১০ বছর পূর্তির এক মাসেরও কম সময়ের মধ্যে, ইনোক সিটিতে আরও পাঁচটি শিশুর মৃত্যুর পর আরেকটি গণহত্যা চালানো হয়েছে।
ইনোক সিটির ম্যানেজার রব ডটসন বলেন, বুধবার স্থানীয় সময় সকাল ৬টার দিকে (২৩:০০জিএমটি) পুলিশ তাদের লাশ উদ্ধার করে। কেউ একজন জানায় যে তার স্ত্রী একটি নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট মিস করেছেন, যার জন্য পুলিশকে ওই পরিবারের বাড়িতে যেতে হয়। আধিকারিকরা আরও নিশ্চিত করেছেন য েমাইকেলের স্ত্রী ২১ শে ডিসেম্বর বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেছিলেন।