বাজেট ২০২৩ঃ দেশের বিভিন্ন জায়গায় তৈরি হবে ১৫৭টি নতুন নার্সিং কলেজ, স্বাস্থ্য ক্ষেত্রে একাধিক ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, ভয়েস ৯, নতুন দিল্লিঃ স্বাস্থ্য ক্ষেত্রে একাধিক বিষয় যুক্ত হয়েছে এবারের বাজেটে। দেশে তৈরি হবে ১৫৭ টি নতুন নার্সিং কলেজ। বর্তমানে রয়েছে ১৫৭ টি। ওষুধ প্রস্তুত সংক্রান্ত গবেষণার উপর বেশ জোর দেওয়া হয়েছে এবারের বাজেটে। গত বছর কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছিলেন যে, আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের অধীনে ন্যাশনাল ডিজিটাল হেলথ ইকোসিস্টেমের জন্য একটি মুক্ত প্ল্যাটফর্ম প্রতিষ্ঠিত হয়েছে এবং ন্যাশনাল টেলি মেন্টাল হেলথ প্রোগ্রাম প্রকাশ করা হয়েছে। এবারে স্বাস্থ্যক্ষেত্রে যে নতুন বিষয় যুক্ত হয়েছে, তার মধ্যে রয়েছে ফার্মাসিউটিক্যালস এবং মেডিকেল ডিভাইস সেগমেন্ট। আগামী ২০৪৭ সালের মধ্যেই সিকল-সেল অ্যানিমিয়া রোগ দূর করার লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে। এর আওতায় উপজাতি অধ্যুষিত এলাকায় সদ্যোজাত থেকে ৪০ বছর বয়সী প্রায় ৭ কোটি মানুষের স্ক্রিনিং করা হবে। অর্থমন্ত্রীর বক্তব্য, এই রোগ দূর করতেই সরকার এই মিশন নিয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad