ফ্রি Wi-Fi জোনঃ আপনার ফোনের নিয়ন্ত্রণ চলে যেতে পারে হ্যাকারদের কাছে, চুরি হতে পারে ব্যাঙ্কের টাকা

শম্পা দত্তঃ যারা বিনা পয়সায় ফ্রি Wi-Fi পরিষেবা এলাকায় মহানন্দে ফোন খুলে ছবি শেয়ার, চ্যাট, সোস্যাল নেট-ওয়ার্কে কিংবা ব্যাঙ্ক লেনদেনের সঙ্গে যুক্ত থাকেন, তাদের কাছে আশঙ্কার বার্তা দিয়েছে কলকাতা পুলিশের সাইবার অপরাধ দমন শাখা। 
তারা এই সতর্কতা বার্তা জারি করে বলেছে, এই বার্তাকে উপেক্ষা করলে, যারা ফ্রি Wi-Fi জোন ব্যবহার করছেন তাদের ফোন হ্যাক হওয়ার সম্ভাবনা প্রায় ৭৫ শতাংশ। আর এটা শহর কলকাতাই হোক, কিংবা ভারতের যে কোন রাজ্যই হোক না কেন, ফ্রি জোন ব্যবহারকারীরা হ্যাকারদের কাছে একটা গুরুত্বপূর্ণ টার্গেট। নিমেষের মধ্যে তারা ডার্ক ওয়েবের মাধ্যমে Free Public Wi Fi Zone-এ যুক্ত হওয়া মোবাইলগুলিতে ম্যালওয়্যার ইনস্টল করে দিচ্ছে। আর তার পরেই মোবাইলের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে হ্যাকাররা। 
 সবচেয়ে বড় কথা, এই সমস্ত সাইবার অপরাধীদের চিহ্ণিত করা প্রায় অসম্ভব। প্রতারকদের আইপি অ্যাড্রেস ট্র্যাক করেও এটা সম্ভব নয়। ফলে, ব্যবহারকারীদের শুধু, ছবি বা তথ্যই বেহাত হবে না। বেহাত হয়ে যেতে পারে ব্যাঙ্কে সঞ্চিত অর্থও। এরপর দেখা যাবে, সেই তথ্য বা ছবি হ্যাক করে, ওই ফোনের মালিককে ব্ল্যাক্মেল করছে সাইবার অপরাধীরা। 
আর একবার এদের হাতে তথ্য চলে গেলে, তাকে ট্রেস করা সম্ভব নয়, ফলে সবটাই ভুগতে হবে, সেই ফোন নম্বরের মালিককেই।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad