প্রতিদিন ভোরে ঘুম চোখে কিশোর-কিশোরীদের ইন্দোনেশিয়ার রাস্তায় 'জম্বির মতো হাঁটতে' দেখা যায়। ঘুম থেকে বঞ্চিত কিশোর-কিশোরীরা একটি নতুন বিতর্কিত প্রকল্পে অংশগ্রহণ করতে ‘বাধ্য’ হয়েছে বলে জানা গেছে। এই পাইলট প্রকল্পটি পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের রাজধানী কুপাংয়ে চলছে। এর আওতায় ১০টি উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা সকাল সাড়ে ৫টা থেকে ক্লাস শুরু করেছে।
গভর্নর ভিক্টর লাইসকোদাত গত মাসে এই প্রকল্পের ঘোষণা করেছিলেন। কর্তৃপক্ষ বলছে, শিশুদের শৃঙ্খলা জোরদার করতেই এটি করা হয়েছে। তবে বাবা-মা এই প্রকল্পে সন্তুষ্ট নন।
ইন্দোনেশিয়ায় সাধারণত সকাল ৭টা থেকে ৮টার মধ্যে স্কুল শুরু হয়। ২০১৪ সালে আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স দ্বারা প্রকাশিত একটি সমীক্ষায় সুপারিশ করা হয়েছিল যে মাধ্যমিক এবং উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুল সকাল ৮.৩০ বা তার পরে শুরু করা উচিত।
গবেষণায় দেখা গেছে, এর ফলে শিশুরা ঘুমাতে এবং ঘুম থেকে ওঠার জন্য পর্যাপ্ত সময় পাবে।
কিন্তু, নেটিজেনদের বক্তব্য, উপকারের চেয়ে ক্ষতিই বেশি করে। এটা বন্ধ করা উচিত।