সার্বিয়ায় স্কুলে ১৪ বছরের কিশোরের গুলিতে ৮ পড়ুয়া ও ১ প্রাপ্তবয়স্ক নিহত
5/03/2023 09:44:00 PM
0
ভয়েস ৯, ইন্টারন্যাশানাল ডেস্কঃ সার্বিয়ার একটি স্কুলে এক কিশোরের গুলিতে আট পড়ুয়া ও একজন প্রাপ্তবয়স্ক নিহত হয়েছেন। সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে ১৪ বছর বয়সী ওই কিশোর তার প্রাথমিক বিদ্যালয়ে গুলি চালিয়েছে বলে বুধবার কর্মকর্তারা জানিয়েছেন। বুধবার এক সংবাদ সম্মেলনে পুলিশের এক মুখপাত্র বলেন, নিহত আট শিক্ষার্থীর মধ্যে সাতজন মেয়ে ও একজন ছেলে রয়েছে। একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহত প্রাপ্তবয়স্ক ব্যক্তি ওই স্কুলের নিরাপত্তারক্ষী ছিলেন। সার্বিয়ার অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আরও ছয় শিশু ও একজন শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় মেজর মিলান নেদেলজকোভিচ জানিয়েছেন, চিকিৎসকরা ওই শিক্ষকের জীবন বাঁচাতে লড়াই করছেন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ড্যানিকা গ্রুজিচিচ নিশ্চিত করেছেন, হাসপাতালে ভর্তি দুই কিশোরের অবস্থা স্থিতিশীল।
