ওড়িশার গঞ্জামে মহিলাকে পাথর মেরে হত্যা, লুটপাট
5/07/2023 09:50:00 AM
0
ভয়েস ৯, ভুবনেশ্বরঃ গত রাতে গঞ্জাম জেলার রম্ভা এলাকায় এক মহিলাকে পাথর মেরে হত্যা করে তার স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে জেলার রম্ভা থানার অন্তর্গত জাহমির কাছে একটি কাজু জঙ্গলে। নিহত নারীর নাম পুনি নাহাক, তিনি জাহামি গ্রামের বাসিন্দা। জানা গেছে, সন্ধ্যায় আম সংগ্রহ করতে পাশের কাজু জঙ্গলে গিয়েছিলেন ওই মহিলা। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তিনি বাড়ি ফেরেননি। পরে, তাকে জঙ্গলের মধ্যে তাকে পড়ে থাকতে দেখা যায়। মাথায় ছিল গভীর আঘাতের চিহ্ন। রাতে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় গ্রামবাসীরা হতবাক হলেও স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, বহু দিন ধরে লুটপাটের ঘটনা বেড়ে গেলেও পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না। জানা গেছে, স্থানীয় পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং তদন্ত শুরু করেছে।