Breaking News

6/trending/recent
সংবাদ ভয়েস ৯ বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও অনাবাসী বাঙ্গালীদের প্রিয় নিউজ পোর্টাল হোয়াটসঅ্যাপ +৯১-৮৯২৭০৪২৫৯৪ সম্পাদক : তারক ঘোষ

Hot Widget

Type Here to Get Search Results !

বাংলাদেশঃ পুলিশ কর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

খুলনাঃ মঞ্জুরুল হাসান মাসুদ নামে এক পুলিশ কর্তার নামে ধর্ষণের অভিযোগ উঠেছে। তিনি খুলনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) পরিদর্শক হিসেবে কর্মরত। পুলিশ জানিয়েছে, খুলনা নগরের একটি বাসায় নিয়ে রোববার বেলা সাড়ে ১১ টা নাগাদ এক তরুণীকে ধর্ষণ করা হয়। ওই পুলিশ কর্মকর্তার নাম মঞ্জুরুল হাসান মাসুদ। এ বিষয়ে খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (দক্ষিণ) সোনালী সেন বলেন, ফেসবুকে তরুণীর ছবি অন্য কেউ শেয়ার করছিল। এর প্রতিকারের জন্য ১০ মে মঞ্জুরুল হাসানের কাছে গিয়েছিলেন তিনি। বিষয়টি নিয়ে মোবাইলফোনে তাঁদের মধ্যে দু–এক দিন কথা হয়েছে। সমস্যাটি নিয়ে রবিবার সকালের দিকে মঞ্জুরুল হাসানের সঙ্গে দেখা করেন ওই তরুণী। মঞ্জুরুল সমাধানের আশ্বাস দিয়ে তরুণীকে মোটরসাইকেলে করে নগরের একটি বাড়িতে নিয়ে যান। সেখানে তিনি তাঁকে ধর্ষণ করেন। মেয়েটি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানানোর পর পুলিশ এ ব্যাপারে পদক্ষেপ নেয়। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, পূর্বপরিচয়ের সূত্র ধরে বেলা সাড়ে ১১টার দিকে পিবিআইয়ের ওই কর্মকর্তা মেয়েটিকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। দুপুরের দিকে এ বিষয়ে মেয়েটির মৌখিক অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটিকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মেয়েটির ডাক্তারি পরীক্ষা করা হচ্ছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। মামলা হওয়ার পর অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হবে। ধর্ষণের অভিযোগের ব্যাপারে কথা বলতে চাইলে পিবিআইয়ের ওই কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad