একনাথ শিন্ডে হতে চলেছেন মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী শপথ সন্ধ্যা সাড়ে সাতটায় - SANGBAD VOICE 9, Where Truth Meets News, Latest News From Bangladesh, India and other Countries

Home Top Ad

BREAKING NEWS

Thursday, June 30, 2022

একনাথ শিন্ডে হতে চলেছেন মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী শপথ সন্ধ্যা সাড়ে সাতটায়

মুম্বাইঃ মহারাষ্ট্রের রাজনীতি বড় মোড় নিয়েছে। দেবেন্দ্র ফড়নবিশ সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেছিলেন যে মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন একনাথ শিন্ডে এবং বিজেপি তাকে সহযোগিতা করবে। মুম্বই: এখন পর্যন্ত যা খবর, মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন একনাথ শিন্ডে ৷ দেবেন্দ্র ফড়ণবীস নিজেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন একনাথ শিন্ডে ৷ আজ সন্ধে সাড়ে সাতটায় মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন একনাথ শিন্ডে ৷ এতদিন পর্যন্ত সকলে ধরেই নিচ্ছিলেন দেবেন্দ্র ফড়নবীশই হবেন মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী ৷ কিন্তু ফড়ণবীশ নিজেই স্পষ্ট জানিয়ে দেন, তিনি মুখ্যমন্ত্রী হবেন না। মহারাষ্ট্রে নতুন সরকার গঠন নিয়ে এদিন মুম্বইয়ে সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখছিলেন ফড়নবীশ। ফড়নবীশের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিদ্রোহী শিবসেনা বিধায়ক একনাথ শিন্ডেও। সাংবাদিক বৈঠক করে ফড়নবীশ উদ্ধব ঠাকরেকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, ২০১৯ সালে আমরা ১০৫টি আসন পেয়েছিলাম, সেই নির্বাচনের আগে আমাদের এবং শিবসেনার জোট ছিল। সরকার গঠনের জন্য শিবসেনা গিয়ে তাদের প্রতিদ্বন্দ্বী দলগুলির সঙ্গে মিশছে। এনসিপি ও কংগ্রেস জোট বেঁধে সরকার গঠন করে আমাদের ছেড়ে চলে যায়। ফড়নবীশ বলেন, এনসিপি ও কংগ্রেসের সঙ্গে সরকার গঠন করে মানুষের দেওয়া সংখ্যাগরিষ্ঠতাকে অপমান করেছে শিবসেনা। তিনি বলেছিলেন যে মহা বিকাশ আঘাদি সরকার একটি দুর্নীতিগ্রস্ত সরকার ছিল। গত আড়াই বছরে এই সরকারের দুই মন্ত্রী জেলে গিয়েছেন। তিনি বলেছিলেন যে মহা আঘাদির অনেক নেতা যাদের দাউদের সাথে যোগাযোগ ছিল। মহা বিকাশ আঘাদি সরকারে প্রতিদিন হিন্দুধর্মের প্রতি অপমান করা হত। সাংবাদিক সম্মেলনে একনাথ শিন্ডে বলেন, আমি বালাসাহেবের হিন্দুত্বকে এগিয়ে নিয়ে যাব। আমার সঙ্গে শিবসেনার বিধায়করা রয়েছেন। গত আড়াই বছরে কী হয়েছে তা আপনারা দেখেছেন। এখন আমরা আগামী আড়াই বছরের মধ্যে রাজ্যের উন্নয়ন করব। আমাদের মনে মন্ত্রিত্বের কোনো আগ্রহ ছিল না। আমরা যা করছি তা রাষ্ট্রের স্বার্থে। আমরা মহাগদীর সাথে থেকে কিছু করতে পারিনি। তাই এই সরকার থেকে আমাদের আলাদা হতে হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad