জার্মানির আদালতের সিঁড়িতে কাটা মাথা: গ্রেফতার ১

নিউজ ডেস্কঃ জার্মানির বন জেলা আদালতের আদালতের সিঁড়িতে কাটা মাথা রেখে যাওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের বাইরে কিছু মানুষ ওই ব্যক্তিকে কাটা মাথা রাখতে দেখে পুলিশকে ফোন করেন। প্রত্যক্ষদর্শীরা মঙ্গলবার সন্ধ্যায় বন জেলা আদালতের মূল প্রবেশদ্বারের বাইরে দেহের অংশটি রেখে দেওয়ার পরে পুলিশকে ফোন করেছিলেন। বন পুলিশ এক বিবৃতিতে বলেছে, 'বিকেল ৫টা ৩৫ মিনিটে প্রত্যক্ষদর্শীরা পুলিশ কন্ট্রোল সেন্টারকে জানায় যে উইলহেমস্ট্রেসের বন আদালতকক্ষের সামনে একটি মানুষের মাথা পড়ে আছে। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌছে, ৩৮ বছরের এক ব্যাক্তিকে আদালতের কাছে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ তাকে গ্রেফতার করে। অন্যদিকে, পুলিশ জানিয়েছে, রাইন নদীর কাছে মুডুহীন একটি মৃতদেহ পাওয়া যায়। নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে তিনি ৪৪ বছর বয়সী একজন ব্যক্তি, সম্ভবতঃ গৃহহীন। এমনটাই জানিয়েছে জার্মান সংবাদপত্র জেনারেল আনজেইগার। পুলিশের মুখপাত্র রবার্ট শোলটেনকে উদ্ধৃত করে োই সংবাদপত্রটি জানিয়েছে, খুনের কারণ এখনো অস্পষ্ট।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad