সীমান্তে অনুপ্রবেশের বিষয়ে প্রধানমন্ত্রীর নীরবতা দেশের পক্ষে ক্ষতিকারকঃ টুইটে রাহুল

নিউজ ডেস্কঃ আবার রাহুল গান্ধীর নিশানায় নরেন্দ্র মোদী। বিষয় ভারতে চিনের ক্রমবর্ধমান অনুপ্রবেশ। আর সেটা নিয়েই মোদীকে নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোমবারে পোস্ট করা এক টুইটে রাহুল বলেন, ভারতীয় ভূখণ্ডে চিনা অনুপ্রবেশ এবং প্রধানমন্ত্রীর নীরবতা দেশের পক্ষে ক্ষতিকারক। টুইটে তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী চিনকে ভয় পান, মানুষের কাছে সত্য লুকিয়ে রাখেন। প্রধানমন্ত্রী শুধু তার ভাবমূর্তি রক্ষা করেন। রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সেনাবাহিনীকে হতাশ করা এবং দেশের নিরাপত্তা নিয়ে খেলা করার অভিযোগও করেছেন। কংগ্রেস নেতারা ভারতীয় ভূখণ্ডে চীনা অনুপ্রবেশের জন্য এবং এই বিষয়ে কোনও বিবৃতি না দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে আক্রমণ করে চলেছেন। কংগ্রেস ক্রমাগত অভিযোগ করে আসছে যে চীন ক্রমাগত ভারতীয় ভূখণ্ড দখল করে রেখেছে, কিন্তু সবকিছু জেনেও সরকার তার ভাবমূর্তি বাঁচাতে নীরব।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad