আজ জি টি এ এর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন মমতা

প্রতীকী ছবি
নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ আজ দার্জিলিঙে আধা-স্বায়ত্তশাসিত গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (জিটিএ) নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (বিজিপিএম) ১০ বছর পর গত মাসে অনুষ্ঠিত জিটিএ নির্বাচনে জয়লাভ করেন। নয় মাস আগে গঠিত বিজিপিএম জিটিএ-র ৪৫টি আসনের মধ্যে ৩৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। তারা ২৭টি আসনে জয়লাভ করে।ওন্যদিকে, তৃণমূল কংগ্রেস (টিএমসি) ১০ টি আসনের মধ্যে ৫ টিতে জিতেছে। সম্প্রতি প্রতিষ্ঠিত হামরো পার্টি ৮ টি আসন জিতেছে এবং বাকি .৫ টি নির্দল। জিটিএ-র চিফ এগজিকিউটিভ হিসেবে শপথ নেবেন বিজিপিএম সভাপতি অনীত থাপা। চলতি বছরের শুরুতেই দার্জিলিং পুরসভার নির্বাচনে হেরে যান তিনি। গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান সভাপতি বিমল গুরুঙ্গ, যিনি ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে টিএমসির সাথে জোট বেঁধেছিলেন, তিনি জিটিএ নির্বাচন বয়কট করেছিলেন। তবে প্রাক্তন নেতাদের অনেকেই নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। জিটিএ-র নির্বাচনে স্থানীয় গোর্খা দলগুলির মধ্যে মতপার্থক্য দেখা গিয়েছিল। উল্লেখ্য, পার্বত্য অঞ্চলে ভোটার সংখ্যা ৭০ হাজার ৩২৬ জন।

সর্বশেষ জিটিএ নির্বাচন ২০১২ সালে অনুষ্ঠিত হয়েছিল এবং স্থানীয় উন্নয়নের জন্য দায়িত্বপ্রাপ্ত আধা-স্বায়ত্তশাসিত সংস্থার মেয়াদ ২০১৭ সালে শেষ হয়েছিল।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad