বাঁদরেরা বাবার কোল থেকে ৪ মাসের শিশুকে ছুঁড়ে দিল ৩ তলা থেকে

ভয়েস ৯ ডেস্ক, উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশের বেরেলিতে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়ে রইলো শাহী থানা এলাকার দুঙ্কার গ্রাম। এক ৪ মাসের শিশুর নামকরণের দিনক্ষন ঠিক করার কাজ চলছিল ওই গ্রামের এক পরিবারে। এইসময় গরমের কারণে বাচ্চাটিকে নিয়ে ছাদে ঘুরতে গিয়েছিলেন ওই শিশুটির বাবা। সেই সময় বাঁদরের একটি দল তাদের উপর চড়াও হয়। জানা গেছে, বাঁদরের পালের হাত থেকে বাঁচতে শিশুটির বাবা চিৎকার করতে থাকেন। কিন্তু কিছু বাঁদর তাঁকে জড়িয়ে ধরে। শিশুটির বাবা ওদের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য জোরে জোরে ডাকতে থাকে বাড়ির লোকজনদের। আওয়াজ শুনে বাড়ির লোকেরা সাহায্য করতে এগিয়ে আসার আগেই বানররা বাচ্চাটিকে হাত থেকে ছিনিয়ে নিয়ে পালাতে শুরু করে । এরপর বাড়ির লোকজন তাদের দিকে ছুটে যেতেই তারা শিশুটিকে ছাদ থেকে ছুড়ে ফেলে দেয়। তিনতলার ছাদ থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। শিশুটির মা জানান, "এখন কার নাম দেওয়া হবে, আমার ছেলে চলে গেছে।“ উল্লেখ্য, এর আগে শহরাঞ্চলে কুকুর ও বানরের হামলায় অনেক মানুষ মারাত্মকভাবে আহত হয়েছে, কিন্তু দায়িত্বশীল কর্মকর্তারা দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই করেন নি।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad