শুরু হল শৈবতীর্থ তারকেশ্বরে শ্রাবণী মেলা

নিজস্ব প্রতিনিধিঃ শুরু হল শৈবতীর্থ তারকেশ্বরে শ্রাবণী মেলা। দীর্ঘ দু বছর করোনার কারণে বন্ধ ছিল এই মেলা। নিয়ন্ত্রিত ছিল মন্দিরে প্রবেশের বিষয়টিও। কিন্তু এ বছর নিষেধাজ্ঞা না থাকায় জলজাত্রীরা হাজার কষ্ট করেও মুখে হাসি নিয়ে আসতে শুরু করেছেন তারকেশ্বরে। আজ প্রথম সোমবার, কিন্তু ব্যাপক ভিড় হয়েছে এদিন থেকেই। কেননা অনেকের মনে আশংকা, করোনাগ্রাফ যেভাবে বাড়ছে, যদি প্রশাসন আচমকাই মেলার উপর নিয়ন্ত্রণ জারী করে দেয়? এই ভয়ে সবাই প্রথম দিন থেকেই জল ঢালার আয়োজন শুরু করে দিয়েছে।
তাই প্রথম দিন থেকেই ভিড় উপচে পড়ছে, বৈদ্যবাটি নিমাইতীর্থ ঘাট থেকে শুরু করে বৈদ্যবাটী তারকেশ্বর রাস্তায়। এদিকে, পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, শ্রাবনী মেলা উপলক্ষে বাড়তি ৬ জোড়া ই এম ইউ চালানো হবে আজ থেকে। এগুলি চলবে রবিবার সহ মেলার দিনগুলিতে। জুলাই এর ১৩, ১৭, ১৮, ২৪, ২৫, ৩১; অগস্টের ১, ৭, ৮, ১২, ১৪, ১৫। ট্রেনগুলি সব স্টেশনেই থামবে।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad