বেআইনি ফোন ট্যাপিং মামলা: মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনারের বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআই

নিউজ ডেস্কঃ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই) মুম্বাইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার সঞ্জয় পান্ডে এবং এনএসই-র প্রাক্তন এমডি এবং সিইও চিত্রা রামকৃষ্ণের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি সংস্থার শেয়ার বাজারের কর্মচারীদের ফোন অবৈধভাবে ট্যাপিংয়ের অভিযোগে এফআইআর দায়ের করেছে। সংবাদ সংস্থা পিটিআই এ খবর জানিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অভিযোগের ভিত্তিতেই সিবিআই-এর এই পদক্ষেপ বলে জানিয়েছে তারা। এনএসই-র কো-লোকেশন কেলেঙ্কারিতে বিচারবিভাগীয় হেফাজতে থাকা রামকৃষ্ণ, পান্ডে ছাড়াও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) আর এক প্রাক্তন সিইও এবং এমডি রবি নারায়ণের নামও এই মামলায় উল্লেখ করেছে। পান্ডের বিরুদ্ধে এফআইআর-এর ভিত্তিতে সিবিআই দিল্লি-এনসিআর, মুম্বই, পুনে, কোটা, লখনউ, চণ্ডীগড় এবং অন্যান্য শহরের ২০টি জায়গায় তল্লাশি চালাচ্ছে বলে সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন আধিকারিকরা।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad