অমরনাথ যাত্রা: অমরনাথ গুহার কাছে মেঘ ভাঙা বৃষ্টি , নিহত ৫ আহত বহু

ফাইল ছবি
জম্মু ও কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টির খবর পাওয়া গিয়েছে। জানা গেছে, অমরনাথ গুহার কাছে মেঘ ফেটেছে। বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে এখনও কোনও সংখ্যা প্রকাশ করা হয়নি। মেঘ ভাঙায় ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এনডিআরএফ এবং এসডিআরএফ দল ত্রাণ ও উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, অমরনাথ গুহা থেকে দু'কিলোমিটার দূরে মেঘভাঙা বৃষ্টি হয়েছে। বলা হচ্ছে, বিকেল সাড়ে পাঁচটা নাগাদ নিচু এলাকায় মেঘ ভাঙানোর খবর পাওয়া গিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সঙ্গে ফোনে কথা বলেন তিনি। তথ্য অনুযায়ী, প্রশাসনের দলটি মেঘভাঙা বৃষ্টির পর পরিস্থিতি মূল্যায়ন করছে। এই মুহূর্তে সরকারিভাবে ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। আহতদের উদ্ধারে হেলিকপ্টার পাঠানো হয়েছে। আহতদের এয়ারলিফট করা হচ্ছে। আইটিবিপি-র তরফে জানানো হয়েছে, 'কিছু মানুষের আহত হওয়ার সম্ভাবনা রয়েছে, এখনই স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। উদ্ধারকারী দল কাজ করছে। আইটিবিপির দলগুলি অন্যান্য সংস্থার সাথে উদ্ধার কার্য চালাচ্ছে। এর আগে ২০১৮ সালেও অমরনাথ যাত্রার সময় মেঘ ভাঙায় পাঁচ ভক্তের মৃত্যু হয়েছিল। বেস ক্যাম্প বালতাল থেকে পবিত্র গুহার দিকে যাওয়ার পথে বারারিমার্গ এবং রেলপাথ্রির মধ্যে ভূমিধসের কারণে এই ঘটনা ঘটে। শ্রী অমরনাথ শ্রাইন বোর্ড সমস্ত ভক্তদের সংযত থাকতে বলেছে। বোর্ডের তরফে জানানো হয়েছে, যেখানেই যাত্রী থাকবেন, তাঁরা যেন নিরাপদ জায়গায় থাকেন। সেনাবাহিনী, এনডিআরএফ সহ সমস্ত আধাসামরিক বাহিনী উদ্ধার কাজ চালাচ্ছে। সবাইকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। ভয়ের পরিবেশ তৈরি না করে সতর্ক থাকুন। এদিকে, জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহাকে অমরনাথ গুহায় মেঘভাঙা বৃষ্টির ফলে সৃষ্ট আকস্মিক বন্যা সম্পর্কে অবহিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টুইটে শাহ জানিয়েছেন, এনডিআরএফ, এসডিআরএফ, বিএসএফ এবং স্থানীয় প্রশাসন উদ্ধারকাজে নেমেছে। মানুষের জীবন বাঁচানোই আমাদের অগ্রাধিকার।
গতকালই সিআরপিএফ-এর কড়া নিরাপত্তার মধ্যে দক্ষিণ কাশ্মীরে ৩,৮৮০ মিটার উচ্চতায় পবিত্র অমরনাথ গুহা দর্শনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ৫,০০০-এরও বেশি তীর্থযাত্রীর একটি দল ৷ ২৪২টি গাড়িতে মোট ৫,৭২৬ জন তীর্থযাত্রী এখানে ভগবতী নগর যাত্রী নিবাস ছেড়েছেন, যার মধ্যে ৪,৩৮৪ জন পুরুষও রয়েছেন ৷ । এর মধ্যে ১,১১৭ জন মহিলা, ৫৭ জন শিশু, ১৪৩ জন সাধু, ২৪ জন সাধ্বী এবং একজন রূপান্তরকামী রয়েছেন। গত ৩০ জুন দক্ষিণ কাশ্মীরের পহেলগামের ঐতিহ্যবাহী ৪৮ কিলোমিটার নুনওয়ান রুট এবং মধ্য কাশ্মীরের গান্ডেরবালে ১৪ কিলোমিটার বালতাল রুটের মধ্য দিয়ে বাবা বারবানির দর্শনের জন্য ৪৩ দিনের বার্ষিক যাত্রা শুরু হয়। কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত ৮৯,০০০ এরও বেশি তীর্থযাত্রী পবিত্র গুহায় বরফের তৈরি শিবলিঙ্গটি পরিদর্শন করেছেন। রাখিবন্ধন উপলক্ষে ১১ অগাস্ট শেষ হবে অমরনাথ যাত্রা।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad