মধ্যপ্রদেশ: পান্না টাইগার রিজার্ভে খুনি হাতিকে আটক করে শিকলে বাঁধা হল

ফিল্ড ডিরেক্টর বলেন, “এই হাতিটি বিশ্বের প্রাচীনতম হাতি ভাতসালাকে দু'বার মারাত্মকভাবে আক্রমণ করেছে।“
পান্না (মধ্যপ্রদেশ): ৫৭ বছর বয়সী মাহুতকে হত্যা করার পর একটি হাতিকে পান্না টাইগার রিজার্ভে শিকল দিয়ে বেঁধে একটা ঝুপড়িতে বন্দী করে রাখা হয়েছে.রবিবার হাতিটি তার মাহুত বুধরাম রোটিয়াকে নির্মমভাবে হত্যা করে বলে বনদপ্তর সূত্রে জানানো হয়েছে। ১৯৯৩ সালে ছত্তীসগঢ়ের জঙ্গল থেকে 'রামবাহাদুর' নামে একটি বুনো হাতিকে নিয়ে আসা হয়েছিল পান্না টাইগার রিজার্ভে। এখানে নিয়ে আসার পর থেকেই মাহুত বুধরাম রাউটিয়া ওই হাতিটিকে প্রশিক্ষণ দিচ্ছিল। হাতিটি যথেষ্টই পোষ মেনেছিল। বিগত প্রায় ২৯ বছর ধরে ৫৭ বছর বয়সী রাউটিয়া হাতিটিকে নানা কাজে নিয়ে গিয়েছিলেন। যেমন বাঘকে নিয়ন্ত্রণে আনা এবং বনগুলিতে নজরদারি বজায় রাখার মতো কাজ। ফিল্ড ডিরেক্টর উত্তম কুমার শর্মা বলেন, হাতিটি ভয়ঙ্কর বিপজ্জনক হয়ে উঠেছে। এটি মাহুতকে হত্যা করার পরে জঙ্গলে পালিয়ে যায়। বনকর্মী ও মাহুতের একটি দল রামবাহাদুরকে জনবহুল এলাকায় ঘোরাঘুরি করতে দেখে সারা রাত তাকে অনুসরণ করতে থাকে। কিন্তু হাতিটা এতটাই বিপজ্জনক হয়ে উঠেছে যে ১৫০ থেকে ২০০ মিটার দূর থেকে মাহুতদের দেখেই তাড়া করছে। তা সত্ত্বেও, দলটি তাকে তাড়া করতে থাকে এবং ঘন্টার পর ঘন্টা চেষ্টার পরে তাকে আটক করা সম্ভব হয়েছে। হিনাউতা হাতি ক্যাম্পের কাছে ধরা হয়। ফিল্ড ডিরেক্টর বলেন, “এই হাতিটি বিশ্বের প্রাচীনতম হাতি ভাতসালাকে দু'বার মারাত্মকভাবে আক্রমণ করেছে।“
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad