পূর্ব ইউক্রেনের আবাসিক ভবনে রুশ হামলা: নিহতের সংখ্যা বেড়ে ১৫, ৩০ জন ধ্বংসস্তূপের নিচে

নিউজ ডেস্কঃ পূর্ব ইউক্রেনের চসিভ ইয়ার শহরের একটি আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর রোববার উদ্ধারকারীরা ১৫টি মৃতদেহ উদ্ধার করেছে বলে আধিকারিকরা জানিয়েছেন। ইউক্রেনের জরুরি বিভাগের স্থানীয় শাখা ফেসবুকে জানিয়েছে, “উদ্ধার অভিযানের সময় ঘটনাস্থলে ১৫ টি মৃতদেহ পাওয়া যায় এবং ধ্বংসস্তূপ থেকে পাঁচজনকে বের করে আনা হয়।" দোনেৎস্কের আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেঙ্কো টেলিগ্রামে বলেছেন, "উদ্ধার অভিযান চলছে, আরও অন্তত ৩০ জন ধ্বংসস্তূপের নিচে রয়েছেন বলে আমাদের আশংকা।“ নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, "আমি তখন শোবার ঘরে ছিলাম। আচমকা অনুভব করলাম, সবকিছু কাঁপতে শুরু করেছে। চারপাশের সবকিছু ভেঙে পড়ছে। হঠাৎ এক বিস্ফোরণ আমাকে বাথরুমে ঠেলে দিল। রক্তে সব ভেসে গেল। কোনোরকমে আমি বেরিয়ে এসেছিলাম।“ উদ্ধার অভিযানের অন্যতম দায়িত্বপ্রাপ্ত অফিসার ভায়াচেস্লাভ বয়েতসো বলেন, ধ্বংসস্তূপের নিচে জীবিত থাকা তিনজনের সঙ্গে যোগাযোগ করা সম্ভভ হয়েছে। গভর্নরের মতে, ২৪ ফেব্রুয়ারি থেকে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ডোনেৎস্ক অঞ্চলে এ পর্যন্ত ৫৯১ জন অসামরিক নাগরিক নিহত এবং ১,৫৪৮ জন আহত হয়েছেন। অন্যদিকে, পার্শ্ববর্তী লুগানস্ক অঞ্চলের শহরগুলি দখল করার পরে, রাশিয়া এখন পূর্বের সমগ্র ডনবাস অঞ্চলের উপর তার দখল কে সুসংহত করার জন্য দোনেৎস্কের আরও গভীরে যাওয়ার চেষ্টা করছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad