দেওঘরে স্বপ্নের ঊড়ান এর শুভ উদবোধন করলেন প্রধানমন্ত্রী

দেওঘর: স্বপ্নের ঊড়ান শুরু হওয়ার পথে। দেওঘর বিমানবন্দর। যেখান থেকে দেশের নানা প্রান্তে উড়ে যাবে যাত্রীবাহী বিমান। বৈদ্যনাথধামের সঙ্গে যুক্ত হবে গোটা ভারতবর্ষ। ২০১০ সাল থেকেই এই ঊড়ানের স্বপ্ন দেখা শুরু। তাই এদিন প্রধানমন্ত্রী মোদী দেওঘর বিমানবন্দরের উদ্বোধনের পর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বললেন, “২০১০ সালে যে বিমানবন্দরটির স্বপ্ন দেখা হয়েছিল তা প্রধানমন্ত্রী মোদী পূরণ করেছেন। এটা আমাদের জন্য গর্বের বিষয়।“ দেওঘর বিমানবন্দরউদ্বোধনের পর, প্রধানমন্ত্রী মোদী এখন ঝাড়খন্ডের দেওঘরে অন্যান্য উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। তিনি একদিনের সফরসূচিতে প্রথমে দেওঘরে পৌঁছান। এখানে তিনি ১৬,০০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। করবেন।পরে প্রধানমন্ত্রী বিহারের রাজধানী পাটনায় যাবেন। সেখানে তিনি বিহার বিধানসভার শতবর্ষ উদযাপনের সমাপনী অনুষ্ঠানে অংশ নেবেন এবং অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। এছাড়া, প্রধানমন্ত্রী মোদী বিহার বিধানসভার ১০০ বছর পূর্তি উপলক্ষে নির্মিত শতাব্দী স্মৃতি। দেওঘরে প্রধানমন্ত্রী মোদী বলেন, "আমরা দীর্ঘদিন ধরে দেওঘর বিমানবন্দরের স্বপ্ন দেখেছিলাম, এটি এখন পূরণ হচ্ছে। এই প্রকল্পগুলি মানুষের জীবনকে সহজ করে তুলবে। ১৬,৮০০ কোটি টাকার এই উন্নয়ন প্রকল্প রাজ্যের যোগাযোগ, পর্যটন ও বাণিজ্য সম্ভাবনাকে আরও উন্নত করবে।" তিনি আরও বলেন, "শুধু ঝাড়খন্ডই নয়, এই প্রকল্পগুলি বিহার ও পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি অঞ্চলকেও উপকৃত করবে।" অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এই অনুষ্ঠানে বলেন, আগামী দিনে এই বিমানবন্দরকে রাঁচি, পাটনা ও দিল্লির সঙ্গে যুক্ত করা হবে।
 ছবি সৌজন্যঃ এ এন আই
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad