কেজরীওয়াল এর লক্ষ্য কি এবার গুজরাত? - SANGBAD VOICE 9, Where Truth Meets News, Latest News From Bangladesh, India and other Countries

Home Top Ad

BREAKING NEWS

Sunday, July 03, 2022

কেজরীওয়াল এর লক্ষ্য কি এবার গুজরাত?

বিশেষ প্রতিনিধিঃ চলতি বছরেই গুজরাত বিধানসভা্র ১৮২ টি আসনে নির্বাচন। বিজেপির হাত থেকে এবার কি এই রাজ্যকে ছিনিয়ে নেওয়ার কথা ভাবছেন আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক তথা দিল্লির মুখ্যমন্ত্রী এ কেজরীওয়াল? প্রথমে দিল্লি, পরে পাঞ্জাব জয়ের পর তার মুখের হাসির সঙ্গে সঙ্গে বেড়ে গেছে আত্মবিশ্বাস- এরকমি ভাবছেন কিছু রাজনৈতিক বিশ্লেষক ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে দক্ষিণ, উত্তর ও মধ্য গুজরাতে বিজেপি আধিপত্য বিস্তার করেছিল। রাজ্যের ১৮২ টি আসনের মধ্যে বিজেপির দখলে ছিল ৯৯ টি আসন। প্রতিপক্ষ কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল ৭৭ টি আসন আর অন্যান্যরা পেয়েছিল ৬ টি আসন। আর ২০১২ সালে বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল ১১৫ টি আসন আর কংগ্রেস ৬১ টি। রাজ্যের বিস্তৃত কচ্ছ অঞ্চলে কংগ্রেসের হাত ধরে ছিল। বিজেপি শহুরে কেন্দ্রগুলিতে তার প্রভাব প্রমাণ করেছে এবং কংগ্রেসের আসনগুলি বেশিরভাগই গ্রামীণ অঞ্চল থেকে এসেছে। অনেকেই মনে করছেন এবার গুজরাটে কংগ্রেসের পালে হাওয়া আর বিজেপিকে সাফল্য পেতে হলে দাড় টানতে হবে। ঠিক এরকম সময়ে গুজরাতকে আসন্ন নির্বাচনে পাখির চোখ করতে চাইছে আপ। এই প্রসঙ্গে অরবিন্দ কেজরীওয়াল বলেন, আপ গুজরাটে একটি বিরাটভাবে প্রসারিত হচ্ছে। বিজেপির ২৭ বছর ধরে শাসনে মানুষ ক্লান্ত। বিজেপি মনে করে যে কংগ্রেস তাদের ওল্টাতে পারবে না, তাই ওদের অহংবোধ বেড়ে গেছে। মানুষ এবার আপের দিকে আশা নিয়ে তাকিয়ে আছে। তিনি বলেন রাজ্যে এদিন সাত হাজারেরও বেশি পদাধিকারী শপথ নেবেন।

No comments:

Post a Comment

Post Top Ad