শ্রীলঙ্কা সংকট নিয়ে মোদিকে সতর্ক করলেন সুব্রহ্মণ্যম স্বামী

লঙ্কার নাগরিকরা জনতা যেন ভারতের শরণার্থী না হয়, সে ব্যাপারে ভারতীয় নৌবাহিনীকে সতর্ক করা হোক
নিজস্ব প্রতিনিধি, নতুন দিল্লিঃ শ্রীলঙ্কায় এখন সংকট ঘোরতর। এই সংকটের সময় শ্রীলঙ্কার নাগরিকরা ভারতে ঢুকে পড়তে না পারে, সে ব্যাপারে কেন্দ্রিয় সরকারকে সতর্ক করে এক ট্যুইট পোস্ট করেন তিনি। তিনি এ ব্যাপারে নৌবাহিনীকে সতর্ক রাখার কথাও বলেছেন।
তিনি ট্যুইট বার্তায় লিখেছেন, শ্রীলঙ্কার নির্বাচিত নেতাদের বাড়ির গোপনীয়তায় হস্তক্ষেপ এবং টুইটারে জনতার ঘৃণামূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে, এটি স্পষ্ট যে শ্রীলংকার বর্তমান সংকটটি তৈরি করা হয়েছে। ভারতকে নিশ্চিত করতে হবে যে এই মানুষজন যেন পরবর্তী সময়ে ভারতের উদ্বাস্তু না হয়ে যায়। শ্রীলঙ্কার বিক্ষোভকারীদেরও নিশানা করেন স্বামী। তিনি লেখেন, শ্রীলংকার জনতা অশ্লীল এবং অভদ্রভাবে্ তাদের বিক্ষোভ প্রদর্শন করে টুইট করেছেন। সভ্য শ্রীলঙ্কানদের উচিত এই জনতার বিরোধিতা করা। একই সঙ্গে শ্রীলঙ্কাকে সামরিক সহায়তার পক্ষেও সওয়াল করেছেন স্বামী। রবিবার তিনি টুইট করেছেন যে, গোতাবায়া এবং মাহিন্দা রাজাপাকসে দুজনেই স্বতন্ত্র নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত হয়েছেন। রাজাপাকসে যদি ভারতের সামরিক সাহায্য চান, তাহলে আমাদের তা দেওয়া উচিত।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad