প্রেসিডেন্ট রাজাপাকসে তার পরিবারসহ কোথায় পালিয়েছেন?

কলম্বোঃ বিক্ষোভকারীরা শ্রীলঙ্কার কলম্বোয় প্রেসিডেন্ট প্রাসাদ দখল করার আগেই প্রেসিডেন্ট গোতায়াবা রাজাপাকসে তার পরিবারের সঙ্গে পালিয়ে যান। রাজাপাকসে কোথায় গিয়েছেন, সে বিষয়ে স্পষ্ট কোনও তথ্য নেই। অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে একটি ভিডিও। দাবি করা হচ্ছে, ভিডিয়োয় জলের জাহাজে থাকা লোকজন রাজাপাকসের পরিবারের লোক। এদিন একই সঙ্গে সাংসদ রাজিতা সেনারত্নের বাড়িতেও হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। এর আগে গত ১১ মে তৎকালীন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পুরো পরিবার নিয়ে পালিয়ে যান। ক্ষুব্ধ জনতা কলম্বোতে রাজাপাকসের সরকারি বাসভবন ঘিরে ফেলে। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে পরিস্থিতি নিয়ে আলোচনা করে দ্রুত সমাধানের জন্য দলের নেতাদের জরুরি বৈঠক ডেকেছেন। সংসদের অধিবেশন ডাকার জন্য স্পিকারের কাছে আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী বিক্রমসিংহে। শ্রীলঙ্কার ১৬ জন আইনপ্রণেতা পোদুজানা পেরামুনা (এসএলপিপি) একটি চিঠিতে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে অবিলম্বে পদত্যাগ করার জন্য অনুরোধ করেছেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad