দক্ষিণ আফ্রিকা: জোহানেসবার্গবারের পানশালায় গুলিতে নিহত ১৪, আহত ১০

মধ্যরাতের ঠিক পরে জোহানেসবার্গের সোয়েটোতে এক নাইটক্লাবে একদল বন্দুকধারী এলোপাথাড়ি গুলি চালায়।
জোহানেসবার্গঃ এবার জোহানেসবার্গ। মার্কিন যুক্তরাষ্ট্রের কায়দায় গুলি চললো এক পানশালায়। জোহানেসবার্গের এই পানশালায় গুলি চালানোর ঘটনায় ১৪ জন নিহত হয় এবং তিনজন গুরুতর আহত হয়। তাঁদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, জোহানেসবার্গের সোয়েটো টাউনশিপের একটি পানশালায় গুলি চলে। গাউটেং প্রদেশের পুলিশ কমিশনার লেফটেন্যান্ট জেনারেল ইলিয়াস মাভেলার মতে, ঘটনাস্থলে যে পরিমাণ কার্তুজ পাওয়া গেছে, তাতে দেখা যাচ্ছে, যারা গুলি চালিয়েছিল, তারা সংখ্যায় অনেক। জানা গেছে, গোলাগুলিতে কমপক্ষে ১৪ জন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছে, যার মধ্যে তিনজনের অবস্থা শংকাজনক। নিহতদের মধ্যে কিশোর-কিশোরীরাও রয়েছে। হামলাকারীরা একটি সাদা টয়োটা কোয়ান্টাম চেপে পালিয়ে যায়। এনসিএ পত্রিকার খবর অনুযায়ী, তদন্তকারীরা জানিয়েছেন, মৃতদের বয়স ১৯ থেকে ৩৫ বছরের মধ্যে। অরল্যান্ডো পুলিশ স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার ননহাল্লানহলা কুবেকা বলেছেন, শীঘ্রই আরও তথ্য প্রকাশ করা হবে। অনলাইনে পোস্ট করা ভয়াবহ ফুটেজে দেখা যায়, পানশালায় অসংখ্য মৃতদেহ মেঝেতে পড়ে আছে। কোয়াজুলু-নাটালের পিটারমারিৎজবার্গ বারে আগের দিন গুলিতে চারজন নিহত হন। জানা গেছে, রোববার সকাল সাড়ে ১২ টার দিকে রাইফেল ও ৯ এমএম পিস্তল নিয়ে একদল লোক পানশালায় প্রবেশ করে এবং ভেতরে বসে থাকা মানুষদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। ২৩ জনকে গুলি করে হত্যা করা হয়, যাদের মধ্যে ১২ জনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয় এবং ১১ জনকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে আরও দুজনকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ১৪টি খুনের মামলা এবং নয়টি খুনের চেষ্টার মামলা করা হয়েছে। ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad