কলকাতায় বিজেপির রাজ্য দফতরে আসবেন মিঠুন চক্রবর্তী। কাল বা পরশু কলকাতায় আসছেন মিঠুন। - SANGBAD VOICE 9, Where Truth Meets News, Latest News From Bangladesh, India and other Countries

Home Top Ad

BREAKING NEWS

Sunday, July 03, 2022

কলকাতায় বিজেপির রাজ্য দফতরে আসবেন মিঠুন চক্রবর্তী। কাল বা পরশু কলকাতায় আসছেন মিঠুন।

নিজস্ব প্রতিনিধিঃ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'যদি তাঁর শারীরিক অবস্থা ভাল থাকে, তাহলে তাঁর বিজেপি রাজ্য সদর দফতরে যাওয়ার কথা রয়েছে। রবিবার মিঠুনের আসার কথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন সুকান্ত। তিনি বলেন, কাল বা পরশু দলীয় কার্যালয়ে মিঠুনদার সঙ্গে দেখা করব। মিঠুন বলেন, তিনি আসবেন। তার স্বাস্থ্য ভালো থাকলে তিনি অফিসে আসবেন। পরের দিন বিকেলে তার সঙ্গে দেখা হবে'। https://drive.google.com/drive/folders/12bCMfmy7-fbP1o9uUu9BlAQmqBdSFJz4?usp=sharing মিঠুন তার প্রথম জীবনে নকশাল আন্দোলনে জড়িত থাকার বিষয়ে খোলামেলা ছিলেন। তা নিয়ে গর্ব করতেও দেখা গিয়েছে তাঁকে। কিন্তু ২০১৪ সালে তৃণমূল থেকে রাজ্যসভার সাংসদ হন তিনি। কিন্তু ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে হঠাৎই রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন মিঠুন। তত ক্ষণে সঙ্ঘ প্রধান মোহন ভাগবতের সঙ্গে তাঁর একান্ত বৈঠক নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। এর পর ২০২১ সালের ২৭ মার্চ সমস্ত জল্পনাকে সত্যি প্রমাণ করে বিজেপিতে যোগ দেন মিঠুন। এরপর বাংলায় বিজেপি শিবিরের হয়ে প্রচার করতেও দেখা যায় মিঠুনকে। কলকাতায় ব্রিগেডের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতেও তাঁকে ভাষণ দিতে দেখা যায়। বিখ্যাত বাংলা সিনেমার সংলাপ 'অমি জাত গোখরো, এক ছোবলেই ছবি', 'মারবো এখানে, ল্যাশ পরবে শ্মশানে'-র মতো বিখ্যাত বাংলা ছবির সংলাপ ব্যবহার করে বিতর্কের জন্ম দেন তিনি। কিন্তু পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির পরাজয়ের পর বাংলার রাজনীতিতে মিঠুনকে আর দেখা যায়নি। এক বছরেরও বেশি সময় পর মিঠুনের আসার খবরে শোরগোল শুরু হয়েছে। তিনি বিজেপি অফিসে গিয়ে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করবেন বলে জানা গিয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad