তারকেশ্বরঃ শ্রাবণীমেলায় প্রতি রবি ও সোমবার বিনামূল্যে চিকিৎসা শিবির

 

  নিজস্ব প্রতিনিধিঃ শৈবতীর্থ তারকেশ্বরে চলছে একমাসব্যাপী শ্রাবণী মেলা। এই মেলা উপলক্ষে রাজ্যের দূর-দূরান্ত থেকে প্রতি রবি ও সোমবার লক্ষ লক্ষ তীর্থযাত্রী তারকেশ্বরে সমবেত হন বাবা তারকনাথের মাথায় জল ঢালার জন্য। এই সমস্ত জলযাত্রীদের জন্য বিনাপয়সায় প্রাথমিক চিকিৎসার হাত বাড়িয়ে দিয়েছে হ্যানিম্যান হোমিওপ্যাথিক প্র্যাক্টিশনার্স এসোসি্য়েশন এবং দি হোমিওপ্যাথিক মেডিক্যাল এসোসিয়েশন অব ইন্ডিয়ার চিকিৎসকরা। এই দুটি সংগঠনের যৌথ উদ্যোগে প্রতি রবিবার ও সোমবার বালিগোড়িতে একটি মেডিক্যাল ক্যাম্প করা হয়। অসুস্থ কিংবা চোট লাগা জলযাত্রীদের বিনা পয়সায় চিকিৎসা করা হয়। এখানে ওই দিনগুলিতে উপস্থিত থাকেন স্বনামধন্য চিকিৎসকরা। ডক্টর অনিমেষ চক্রবর্তী জানান, দীর্ঘ বছর ধরে তারা এই শিবির চালাচ্ছেন, যাতে জলযাত্রীরা তারকেশ্বর যাবার রাস্তাতেই প্রাথমিক চিকিৎসার সুযোগ পান।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad