১২ বছর বয়সী ক্যান্সার আক্রান্ত এক ছোট্ট ছেলেকে একদিনের জন্য জেলার অতিরিক্ত এ ডি জি হিসেবে নিয়োগ করলো পুলিশ বিভাগ - SANGBAD VOICE 9, Where Truth Meets News, Latest News From Bangladesh, India and other Countries

Home Top Ad

BREAKING NEWS

Tuesday, July 05, 2022

১২ বছর বয়সী ক্যান্সার আক্রান্ত এক ছোট্ট ছেলেকে একদিনের জন্য জেলার অতিরিক্ত এ ডি জি হিসেবে নিয়োগ করলো পুলিশ বিভাগ


তারক ঘোষঃ বয়স মাত্র ১২ বছর। নাম হর্ষ দুবে। বাড়ি প্রয়াগরাজ। বাবা বাবা সঞ্জয় দুবে, পেশায় একজন ই-রিক্সা চালক। মাত্র এক দিনের জন্য এই ছোট্ট ছেলেটিকে বসানো হলো জেলার অতিরিক্ত এডিজি হিসেবে। এডিজি-র চেয়ারে বসে ১২ বছরের ওই কিশোর পুলিশের কাজকর্ম নিয়ে প্রশ্নও তুললো, নথিপত্রও দেখলো। তাঁকে স্যালুট জানালেন কর্তব্যরত পুলিশ আধিকারিকরাও। শীর্ষ পুলিশ আধিকারিকরাও এই "ছোট্ট এডিজি" এর সঙ্গে ছবি তোলার জন্য পোজ দিলেন। 
এতক্ষণ, আপনি যা পড়লেন, তা কোনো সিনেমার দৃশ্য নয়, একেবারে বাস্তব, যাকে বলে কড়া বাস্তব। ছোট্ট হর্ষ ক্যান্সারে ভুগছে। ভালো হবে কি না এই প্রশ্নের উত্তর জানা নেই। হয়তো সুস্থ জীবন পেলে সে সত্যিই একদিন এভাবেই ওই চেয়ারে বসতে পারতো। ছোট্ট হর্ষের কাছে কোনটা স্বপ্ন আর কোনটা বাস্তব? এ ডি জি র চেয়ার বসে থাকা, না কি ক্যান্সার, যেটা তার সব স্বপ্নকে চুরি করে নিয়েছে? হর্ষের ই-রিক্সা চালক বাবা দুচোখে জল নিয়ে তাকিয়ে ছিলেন এ ডি জির চেয়ারে বসা ছোট্ট হর্ষের দিকে। হয়তো মনটা চাইছিল, এটা যেন চিরস্থায়ী হয়। 
এ ডি জি প্রেম প্রকাশ জানালেন, "শহরের ক্যান্সার রোগীদের সাহায্য করার জন্য সমাজকর্মীদের মাধ্যমে যখন আমি ক্যান্সারে আক্রান্ত এই ১২ বছরের বালকটির কষ্টের কথা জানতে পারি, তখন আমি সিদ্ধান্ত নিই যে নাবালক ছেলেটির মনোবল বাড়ানোর জন্য ব্যবস্থা নেব। তার বাবা ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, তার ছেলের চিকিৎসা করা ডাক্তারদের দল এবং সমাজকর্মী পঙ্কজ রিজওয়ানিকে তার ছেলেকে দ্রুত আরোগ্যলাভের জন্য উত্সাহিত করার জন্য তাদের প্রচেষ্টাকে ধন্যবাদ জানান। কমলা নেহেরু হাসপাতালের সিনিয়র অনকোলজিস্ট এবং পদ্মশ্রী পুরষ্কারপ্রাপ্ত বি পল, যিনি ছেলেটির চিকিৎসা করছেন, তিনি বলেন, "ক্যান্সার রোগীদের অবশ্যই ধৈর্য ও সাহস থাকতে হবে। ক্যান্সারকে একটি দুরারোগ্য রোগ হিসাবে অভিহিত করা হয় তবে যদি রোগীকে সঠিক সময়ে সঠিক চিকিত্সা দেওয়া হয় তবে এটি নিরাময় করা যেতে পারে।“
  ছবিঃ ডি এন এ

No comments:

Post a Comment

Post Top Ad