মানি লন্ডারিং মামলায় ইডি অভিযান চালালো স্মার্টফোন নির্মাতা ভিভো ও তার অনুমোদিত সংস্থাগুলির অফিসে - SANGBAD VOICE 9, Where Truth Meets News, Latest News From Bangladesh, India and other Countries

Home Top Ad

BREAKING NEWS

Tuesday, July 05, 2022

মানি লন্ডারিং মামলায় ইডি অভিযান চালালো স্মার্টফোন নির্মাতা ভিভো ও তার অনুমোদিত সংস্থাগুলির অফিসে

নিউজ ডেস্কঃ শাওমির পর এবার স্মার্টফোন নির্মাতা চীনা সংস্থা ভিভো ও তার অনুমোদিত সংস্থাগুলির ব্যাপারে বিরুদ্ধে কঠোর অবস্থান নিল ভারত সরকার। এদিন মানি লন্ডারিং মামলায় উত্তরপ্রদেশ, বিহার-সহ দেশের একাধিক রাজ্যে চিনা মোবাইল ফোন প্রস্তুতকারী সংস্থা ভিভো ও তার সঙ্গে সংশ্লিষ্ট সংস্থার প্রায় ৪০টি জায়গায় হানা দেয় ইডি। প্রসঙ্গত উল্লেখ্য, সিবিআইও এই মামলার তদন্ত করছে। এর আগে ভিভোর বিরুদ্ধেও মামলা দায়ের করেছিল মিরাট পুলিশ। অভিযোগ, একই আইএমইআই নম্বরে ১৩ হাজার ৫০০টি ফোন লঞ্চ করেছে প্রতিষ্ঠানটি। যদিও ট্রাই ২০১৭ সালে একটি বিজ্ঞপ্তি জারি করেছিল যে সমস্ত স্মার্টফোনে একটি অনন্য আইএমইআই নম্বর থাকতে হবে। তা না হলে তিন বছর জেলের হাওয়ার মুখেও পড়তে হতে পারে। ভিভোর আগে শাওমি গ্রুপও স্ক্যানারের আওতায় রয়েছে। ইডি জানিয়েছে, ২০১৪ সাল থেকে ভারতে কাজ শুরু করে শাওমি। এরপর ২০১৫ সালে তারা টাকা পাঠাতে শুরু করেন। কোম্পানিটি ৫ হাজার ৫৫১ কোটি ২৭ লাখ টাকার বৈদেশিক মুদ্রা বাইরের তিনটি কোম্পানিতে স্থানান্তর করেছে। এর মধ্যে রয়েছে শাওমি গ্রুপও। এই পরিমাণ অর্থ রয়্যালটির নামে পাঠানো হয়েছিল।

No comments:

Post a Comment

Post Top Ad