মারবুর্গ ভাইরাস, WHO সতর্ক করলো: আক্রান্ত ২ জনের মধ্যে ২ জন মৃত, ৮৮% মারণ ক্ষমতা - SANGBAD VOICE 9, Where Truth Meets News, Latest News From Bangladesh, India and other Countries

Home Top Ad

BREAKING NEWS

Friday, July 08, 2022

মারবুর্গ ভাইরাস, WHO সতর্ক করলো: আক্রান্ত ২ জনের মধ্যে ২ জন মৃত, ৮৮% মারণ ক্ষমতা

নিউজ ডেস্কঃ লাসা ভাইরাসের পর এবার ঘানায় মারবুর্গ ভাইরাস সংক্রমণের ঘটনা শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার আফ্রিকার দেশটিতে মারবুর্গ ভাইরাস সংক্রমণের অন্তত দুটি ঘটনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, 'অতি সংক্রামক' এই ভাইরাসে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার ২৪ থেকে ৮৮ শতাংশ পর্যন্ত হতে পারে। তাদের নমুনা পরীক্ষার পর সেনেগালের একটি ভাইরাস পরীক্ষাগারে এই মারণ ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। চিকিৎসকদের মতে, এই ভাইরাসে আক্রান্তদের মধ্যে জ্বর, বমি, মাথা ব্যথাসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। এর আগে গায়ানায় এই ভাইরাস ধরা পড়েছিল।

No comments:

Post a Comment

Post Top Ad